নিজেদের মধ্যে ঝগড়া করছেন কেন? মুকুলদা তো আপনাদের বিধায়ক, BJP-কে পরামর্শ Firhad-র

শুক্রবার বিধানসভায় পিএসি চেয়ারম্য়ান হিসেবে মুকুল রায়কে (Mukul Roy) মনোনীত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Jul 10, 2021, 08:04 PM IST
নিজেদের মধ্যে ঝগড়া করছেন কেন? মুকুলদা তো আপনাদের বিধায়ক, BJP-কে পরামর্শ Firhad-র

নিজস্ব প্রতিবেদন: প্রথম বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল শোনা গিয়েছিল পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায় (Mukul Roy) মনোনীত হওয়ার পর শনিবার একই ব্যাখ্যা দিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়,'মুকুলদা তো বিজেপির বিধায়ক। স্পিকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে সরকারের যোগ নেই।'

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এ দিন বলেন,'রীতি অনুযায়ী বিরোধী নাম থেকে চয়ন করা হয়। তা না করে নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার।' ১০ কমিটির চেয়ারম্যান পদ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির পরিষদীয় দল। এনিয়ে দিলীপ বলেন,'ওরকম পদে থেকে আমাদের কোনও লাভ নেই।' বিজেপি নেতৃত্বকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পরামর্শ,'নিজেদের মধ্যে কেন ঝগড়া করছেন? মুকুলদা তো বিজেপির বিধায়ক। বিরোধী দলের ভূমিকা পালন করুন। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছেন। আমরা পিএসি চেয়ারম্যানের পদ বিরোধীদের দিয়েছি। এটা স্পিকার ঠিক করেন। সরকার যুক্ত নয়।' 

শুক্রবার বিধানসভায় পিএসি চেয়ারম্য়ান হিসেবে মুকুল রায়কে (Mukul Roy) মনোনীত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তীব্র প্রতিবাদ করে বিজেপি। অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন তাদের বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, 'তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর উপস্থিতিতে গলায় উত্তরীয় পরে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। অডিয়ো-ভিডিয়ো সবাই দেখেছেন। বিজেপির বিরোধী দলনেতা হিসেবে তথ্যপ্রমাণ-সহ ৬৪ পৃষ্ঠার নথি দেব স্পিকারকে। আগামী ১৬ তারিখ দুপুর ২টোয় ডেকে পাঠিয়েছেন। স্থির বিশ্বাস মুকুল রায়ের বিধানসভার সদস্য পদই টিকিয়ে রাখতে পারবে না তৃণমূল কংগ্রেস।'

বিরোধী দলের অভিযোগব নস্যাৎ করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, 'মুকুল রায় বিজেপির বিধায়ক। বিরোধী বিধায়ক হিসেবে সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা এবং সব দিক চিন্তা করে অধ্যক্ষ নির্দেশ দিয়েছেন। আমরা তাঁকে সমর্থন করি।' এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'মুকুল রায় (Mukul Roy) তো বিজেপি পার্টির মেম্বার। অসুবিধার কী আছে? তাঁকে কালিম্পং থেকে বিনয় তামাংদের পার্টি সমর্থন দিয়েছে। আমরাও দেব।' একইসঙ্গে হুঁশিয়ারি দেন,'আসুক না কার কত শক্তি দেখে নিক না।'         

আরও পড়ুন- আরও গাঢ় জাল সিবিআই কৌঁসুলির গেরুয়া-যোগ, সনাতনের বাড়িতে মিলল BJP-VHP-র 'নথি'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.