আরও গাঢ় জাল সিবিআই কৌঁসুলির গেরুয়া-যোগ, সনাতনের বাড়িতে মিলল BJP-VHP-র 'নথি'

এগুলি জাল না আসল, তা পরীক্ষা করছে কলকাতা পুলিস। 

Updated By: Jul 10, 2021, 07:16 PM IST
আরও গাঢ় জাল সিবিআই কৌঁসুলির গেরুয়া-যোগ, সনাতনের বাড়িতে মিলল BJP-VHP-র 'নথি'

নিজস্ব প্রতিবেদন: জাল সিবিআই কৌঁসুলি সনাতন রায়চৌধুরীর (Sanatan Roychowdhury) সঙ্গে ক্রমশ গাঢ় হচ্ছে গেরুয়া-যোগ। তাঁর কাছ থেকে আগেই মিলেছিল বিজেপির প্রাথমিক সদস্যপদের রসিদ। ন্যাশনাল হিউম্যান রাইটস সেলের নামে একটি পদ্ম ছাপ দেওয়া 'ভিজিটিং কার্ড'-ও উদ্ধার হয়েছিল। তাতে ঠিকানা ছিল, অশোক রোডে বিজেপির সদর দফতরের। এবার মিলল বিজেপি ও ভিএইচপি-র দু'টি নথি।

বিজেপির নির্বাচনী কমিটির সদস্য, মহিলা মোর্চার সহ-পর্যবেক্ষক কৃষ্ণা ভট্টাচার্যের নামে লেখা হয়েছে,'সনাতন রায়চৌধুরী (Sanatan Roychowdhury) কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে সলিসিটর/কৌঁসুলি। তিনি মানুষের স্বার্থে আমাদের সংগঠনের জন্য কাজ করছেন। সাধারণ মানুষের বোধগম্য আইনি বই-ও লিখেছেন। সমাজে তিনি সম্পদ। তাঁর সাফল্য কামনা করি।'                    

বিশ্ব হিন্দু পরিষদের 'কার্যকর্তা' হিসেবে সনাতন রায়চৌধুরীর নামোল্লেখ রয়েছে ভিএইচপি-র নথিতে। তাতে সংগঠনের দক্ষিণবঙ্গের সহ-সভাপতি চন্দ্রনাথ দাসের নামে বলা হয়েছে,'বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা সনাতন রায়চৌধুরী। আমি আশা করি, ব্যক্তিগত ও পেশাদারি জীবনে তিনি সফল হবেন।'  

পুলিস সূত্রের খবর, সনাতনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই দু'টি নথি। এগুলি জাল না আসল, তা পরীক্ষা করা হচ্ছে। বিষয়টি জানানো হবে আদালতে। প্রসঙ্গত,বিজেপির সদস্যপদের রসিদ উদ্ধারের পর রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছিলেন,'মিসড কল দিলেই বিজেপির সদস্য হওয়া যায়। আলাদা করে রসিদের দরকার পড়ে না।' 

আরও পড়ুন- মন্ত্রিত্ব খোয়ানোয় দিলীপের 'হাঁফ ছেড়ে বাঁচায়' ক্ষুব্ধ Babul; অনড় রাজ্য সভাপতি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.