Cow Smuggling Case: দেবের পর অনুব্রত, গরু পাচার মামলায় এবার 'কেষ্ট'কে নোটিস CBI-এর
আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ
নিজস্ব প্রতিবেদন: এবার গরু পাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) CBI তলব। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতিকে ১৪ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ। সিবিআই (CBI) সূত্রে খবর, গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বিভিন্ন অভিযুক্ত এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতির নাম উঠে এসেছে। তাই জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অনুব্রত মণ্ডলকে নোটিস দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বুধবারই নাম জড়িয়েছে অভিনেতা-সাংসদ দেবের (Dev)। ঘাটাল (Ghatal) কেন্দ্রের তৃণমূল (TMC) সাংসদ (MP) দীপক অধিকারীকেও নোটিস পাঠিয়েছে CBI। আগামী ১৫ ফেব্রয়ারি সাংসদ অভিনেতাকে হাজিরার নির্দেশ দিয়েছেকেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় তদন্তের সময়ই উঠে এসেছে তাঁর নাম।
প্রসঙ্গত, এর আগে 'ভোট পরবর্তী অশান্তি' (Post-Poll Voilence Case) মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)-কে হাজিরা দিতে বলে CBI। যদিও পরে কলকাতা হাইকোর্টে স্বস্তি পান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি। আদালত জানায়, সিবিআই (CBI) তদন্ত চলবে। তদন্তকারীদের সাহায্য করতে হবে অনুব্রত মণ্ডলকে। তবে আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।