Municipal Election 2022: 'পুরভোটে অশান্তি হলেই ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন কমিশনার', বাহিনী মামলায় 'কড়া' নির্দেশ হাইকোর্টের

 ১২ ঘণ্টার মধ্যে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কমিশনকে নির্দেশ। 

Updated By: Feb 10, 2022, 12:37 PM IST
Municipal Election 2022: 'পুরভোটে অশান্তি হলেই ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন কমিশনার', বাহিনী মামলায় 'কড়া' নির্দেশ হাইকোর্টের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: পুরভোটে (Municipal Election 2022) কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন (State Election Commission)। স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজির সঙ্গে বৈঠক করবে কমিশন। বিধাননগরের 'গ্রাউন্ড রিয়েলিটি' অর্থাৎ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। তারউপর ভিত্তি করেই ১২ ঘণ্টার মধ্যে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কমিশন। যদিও ভোটে কোনও অশান্তি হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে কমিশন। ব্যক্তিগতভাবে কমিশনার দায়ী থাকবেন। পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় রায় ঘোষণা করে সাফ জানাল আদালত। 

একইসঙ্গে হাইকোর্ট (Kolkata High Court) আরও নির্দেশ দিয়েছে যে, একইদিনে গণনার বিষয়েও আবেদনকারীরা কমিশনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে আবেদন জানাবেন। ৪৮ ঘণ্টার মধ্যে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন (State Election Commission)। প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি রাজ্যের ৪ পুরনিগমে ভোট (Municipal Election 2022) । ৪ পুরনিগমের ভোটে নিরাপত্তায় মোতায়েন থাকবেন  ৯ হাজার পুলিসকর্মী (Police)। তারমধ্য়ে সশস্ত্র পুলিসকর্মীর (Armed Police) সংখ্যা সাড়ে ৫ হাজার। সেইসঙ্গে সবকটি বুথকেই স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে কমিশন (Election Commission)।

৪ পুরনিগমের মধ্যে বিধাননগরে (BMC) ভোটের দিকেই কমিশনের বিশেষ নজর থাকবে বলেও সূত্রের খবর। ইতিমধ্যেই বিধাননগর পুরনিগমে ভোট সংক্রান্ত ১৮টি অভিযোগ জমা পড়েছে কমিশন। সবকটি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিয়েছে কমিশন। কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই রিপোর্ট হাইকোর্টে জমাও দিয়েছে কমিশন।

আরও পড়ুন, 

Group-D Recruitment: গ্রুপ-ডি নিয়োগে 'আকাশছোঁয়া' দুর্নীতি, ৫৭৩ জনের চাকরি 'বাতিলে'র নির্দেশ হাইকোর্টের

Municipal Election 2022: মনোনয়নে পুলিসের বাধা নির্দল প্রার্থীকে! উপযুক্ত ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.