কলকাতার বুকে ভেজাল গুঁড়ো দুধের রমরমা কারবার
খাস কলকাতার বুকে এমনই ভেজাল গুঁড়ো দুধের রমরমা কারবারের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
নিজস্ব প্রতিবেদন: অ্যারারুট, চিনি আর একটু রাসায়নিক- নির্দিষ্ট পরিমাণে মিশিয়েই তৈরি হয়ে যাচ্ছে গুঁড়ো দুধ। তারপর নামী সংস্থার মোড়কে প্যাকেটবন্দি করে বাজারে ছাড়া। নামী সংস্থার দামেই দেদার ভেজাল গুঁড়ো দুধ বিক্রির রমরমিয়ে ব্যবসা শুরু করেছিলেন বাবা-ছেলে। সামান্য খরচেই পকেটে ঢুকবে লাখ লাখ টাকা।
আরও পড়ুন: স্বর্ণ ব্যবসায়ী তাঁর দোকানের সব গয়নাই নিজের হাতে তুলে দিলেন কর্মীদের হাতে! কারণ জানলে অবাক হবেন
খাস কলকাতার বুকে এমনই ভেজাল গুঁড়ো দুধের রমরমা কারবারের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বড়বাজার এলাকায় হানা দিয়ে এই জাল গুঁড়ো দুধের ওই কারখানা সিল করে দেওয়া হয়েছে। গ্রেফতার সৌম্যদীপ কুণ্ডু নামে এক ব্যবসায়ী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের জাল গোটানোর চেষ্টা করছেন গোয়েন্দারা। সম্প্রতি বড়বাজারের ভেজাল গুঁড়ো দুধের কারখানা সম্পর্কে গোপন সূত্রে খবর পান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা। প্রাথমিক তদন্তের পর বৃহস্পতিবার সকালে তল্লাশি চালান তদন্তকারীরা।