Covid-19: টিকা বণ্টন নিয়ে Mamata-র অভিযোগ অধীরের গলায়, চিঠি লিখলেন PM Modi-কে
বাংলার জন্য টিকার বরাদ্দ বাড়ানো হোক। মোদীকে (PM Modi) চিঠি দিলেন অধীর (Adhir Chowdhury)।
নিজস্ব প্রতিবেদন: বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ করে পর্যাপ্ত টিকা চেয়ে প্রধানমন্ত্রীকে (PM Modi) ইতিমধ্যেই একাধিক চিঠি দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী চিঠি দিলেন মোদীকে। তাতে তিনি লিখেছেন,'পশ্চিমবঙ্গের জন্য কোভিড টিকার ভাগ বাড়ানো হোক।'
চিঠিতে মমতা (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন,'উত্তরপ্রদেশ, গুজরাট ও কর্নাটকের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি টিকার ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তাদের দেওয়া নিয়ে আমার কোনও আপত্তি নেই। কিন্তু বাংলা বঞ্চিত হলে নীরব দর্শক হয়ে থাকতে পারি না।' সেই সুরেই অধীর (Adhir Chowdhury) চিঠিতে লিখেছেন,'পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটির উপরে। জানতে পেরেছি ২ অগাস্ট পর্যন্ত প্রায় ৩ কোটি ৩৫ হাজার ৮০০ মানুষকে টিকা দেওয়া হয়েছে। বাকি ৭০ শতাংশ জনতা এখনও টিকার অপেক্ষা করছেন। রাজ্যের জনঘনত্ব বেশি থাকায় কোভিড বিস্ফোরণের বিপদ রয়েছে। বাংলার জন্য টিকার বরাদ্দ বাড়ানো হোক।'
বিজেপি অবশ্য দাবি করে আসছে,'কারও সঙ্গে বৈষম্য করা হয়নি। বিভিন্ন রাজ্যে যেভাবে টিকাকরণ চলছে সেভাবেই টিকা পাঠানো হচ্ছে। টিকা বণ্টনের বিষয়টি দেখছেন বিশেষজ্ঞরা।'
আরও পড়ুন- Tripura: ত্রিপুরেশ্বরী মায়ের ভূমিতে ষড়যন্ত্র সফল হতে দেবে না ত্রিপুরাবাসী: Biplab