দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটা
দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটা। গতরাতে বেলেঘাটা কানেক্টর এলাকায় কয়েকজন যুবক রাস্তার ধারে বসে গাঁজা খাচ্ছিল বলে অভিযোগ। তাড়া করে পুলিস। রেলিং টপকে পালাতে গিয়ে দ্রুতগামী লরির তলায় পড়ে যান জয়দেব নামে এক যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রায় এক ঘণ্টা রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পৌছয় বেলেঘাটা থানার বিশাল পুলিস বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নামানো হয় RAF।
ওয়েব ডেস্ক: দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটা। গতরাতে বেলেঘাটা কানেক্টর এলাকায় কয়েকজন যুবক রাস্তার ধারে বসে গাঁজা খাচ্ছিল বলে অভিযোগ। তাড়া করে পুলিস। রেলিং টপকে পালাতে গিয়ে দ্রুতগামী লরির তলায় পড়ে যান জয়দেব নামে এক যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রায় এক ঘণ্টা রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পৌছয় বেলেঘাটা থানার বিশাল পুলিস বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নামানো হয় RAF।
অন্যদিকে, প্রকাশ্যে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে ক্ষুর মারার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার হালিসহরের ঘটনা। আক্রান্তের নাম সোমনাথ গাঙ্গুলি। তিনি হালিসহর নবনগরের বাসিন্দা। অভিযুক্তের নাম দেবজ্যোতি দাস। অভিযোগ, আক্রান্তের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় সে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।