যৌন হেনস্থা বিতর্ক জোরদার, রাজ্যমানবাধিকার কমিশনের অফিসে নেই চেয়ারম্যান অশোক গাঙ্গুলি, বিশ্ব মানবাধিকার দিবসে তাঁর দেখা মিলবে কিনা জল্পনা তুঙ্গে
ইন্টার্ন বিতর্ক ক্রমশ জোরদার হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে তাঁকে সরানোর দাবি আরও জোরাল হয়েছে। কিন্তু এখনও মুখ খোলেননি রাজ্যমানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলি। কোনও অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। গত বৃহস্পতিবার থেকে অফিসও যাচ্ছেন না। আগামিকাল বিশ্ব মানবাধিকার দিবস। তার উদ্যোক্তা কমিশনই। সেখানে তিনি থাকবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে জল্পনা।
ইন্টার্ন বিতর্ক ক্রমশ জোরদার হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে তাঁকে সরানোর দাবি আরও জোরাল হয়েছে। কিন্তু এখনও মুখ খোলেননি রাজ্যমানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলি। কোনও অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। গত বৃহস্পতিবার থেকে অফিসও যাচ্ছেন না। আগামিকাল বিশ্ব মানবাধিকার দিবস। তার উদ্যোক্তা কমিশনই। সেখানে তিনি থাকবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে জল্পনা।
মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হবে কলকাতা হাইকোর্টে। সেখানে আমন্ত্রিত লোকসভার প্রক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, প্রধান বিচারপতি অরুন মিশ্র। রীতি অনুসারে এই অনুষ্ঠানের মূল আয়োজক হিসাবে থাকার কথা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলির। কিন্তু যেভাবে বিতর্ক বেড়েছে এবং তাঁরে পদত্যাগের দাবি জোরাল হয়েছে, তাতে এই অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে জোরদার জল্পনা তৈরি হয়েছে।
রাজ্যসরকারকে অন্ধকারে রেখে তাঁর পাকিস্তান সফরকে ঘিরে ও তৈরি হয়েছিল বিতর্ক। আদতে কমিশন ও রাজ্য সরকারের সঙ্গেবিভিন্ন ইস্যুতে বিরোধ সর্বোচ্চ পর্যায়ে যায় কমিশনের বেশকিছু সরকার বিরোধী সুপারিশকে কেন্দ্র করে। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে এই ইনটার্ন বিতর্ক। ফলে রাজ্য সরকারে কমিশনের পদ থেকে তাঁকে সরানোর দাবিতে সুর আরও চড়া করেছে। সোমবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে যান তিনি। সূত্রের খবর তাকে ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সে জন্য ইতিমধ্যেই আইনি পরামর্শ নিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের তিন সদস্যের তাঁর বিরুদ্ধে মন্তব্যের বিষয় এখনও মুখ খোলেননি তিনি। স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন মঙ্গলবার এই মঞ্চে আদৌ তাঁকে দেখা যাবে কিনা। তবে কাকতালীয় হলেও এই অনুষ্ঠানে আগে থেকেই যাবেন না বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও থাকছে না।