থিমের ভিড়ে না হারিয়ে আবাসনের পুজোয় চলছে পাক্কা বাঙালিয়ানার উত্সব
থিমের ভিড়ে হারিয়ে যাওয়া নয়। বরং পুজোর কদিন সবাই মিলে একসঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া। পুজোর কদিন একটা পরিবারের রূপ নেয় আবাসনের পুজোগুলি।
থিমের ভিড়ে হারিয়ে যাওয়া নয়। বরং পুজোর কদিন সবাই মিলে একসঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া। পুজোর কদিন একটা পরিবারের রূপ নেয় আবাসনের পুজোগুলি।
সারা বছরের ব্যস্ততায় হয়ত ঠিকমত দেখাই হয় না পাশের ফ্ল্যাটের পড়শির সঙ্গে। কিন্তু পুজোর পাঁচদিন একেবারেই আলাদা ছবি। আবাসনের পুজো গুলি পরিণত হয় পরিবারের।
বাগুইআটির ভিআইপি গার্ডেন হাউসিং কমপ্লেক্সের পুজো এবার ১১ বছরে পা দিল। আবাসনের পুজো হলেও ভিআইপি গার্ডেনের পুজোর পরতে পরতে আভিজাত্য আর সাবেকিয়ানার ছাপ।
পুজোর কটা দিন নাচ গান আর আড্ডায় মেতে থাকেন আবাসনের বাসিন্দারা। আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর সবথেকে স্পেশাল সবাই একসঙ্গে বসে ভুরিভোজ। একই ছবি সাউথ সিটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের পুজোর। প্রতিবছরের মত এবছরও মহাধূমধাম করে পুজো হচ্ছে এই আবাসনে। আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের।