মোদীবিরোধী লড়াইয়ে Mamata-ই মুখ! সোশ্যালে ঝড় তুলেছে #AabKiBaarDidiSarkar
'গুজরাত মডেল'-এর পাল্টা তৃণমূলের 'Bengal Model'।
নিজস্ব প্রতিবেদন: 'abki baar modi sarkar' ২০১৪-র লোকসভা ভোটে এই স্লোগানকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি (BJP)। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দিল্লির কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। মাঝে সাত বছরের ফারাক। বিজেপির সেই স্লোগানকেই এবার হাতিয়ার করেছে তৃণমূল (TMC)। কেবল মোদীর নাম বদলে হয়েছে দিদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিল্লি সফরকালে টুইটারে ট্রেন্ডিং #AabKiBaarDidiSarkar।
এই হ্য়াশ ট্যাগ ব্যবহার করে টুইট করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা ওই পোস্টে তুলে ধরেছেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের দাবি, সরকারের সমস্ত প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের কোটি কোটি মানুষ। এবার দেশের মানুষেরও এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া উচিত। সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে বসাতে চান তাঁরা। উন্নয়নের নিরিখে 'গুজরাত মডেল'-কে সামনে রেখে ২০১৪-র ভোট বৈতরণী পাড় করেছিলেন নরেন্দ্র মোদী। ২০২৪-এর লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস 'Bengal Model'। ২১ জুলাই বক্তৃতায় যা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বলেন, 'ক্ষমতায় এলে গোটা দেশে ফ্রিতে রেশন দেবো।' সোমবার টুইটে সেই 'Bengal Model'-কেই তুলে ধরলেন তৃণমূল নেতারা।
আরও পড়ুন: গ্রামের ভ্যাকসিনেশন প্রক্রিয়ার কী অবস্থা? কেন্দ্রকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের
আরও পড়ুন: আইনজীবী দম্পতির হঠাৎ CBI হওয়ার ইচ্ছায় ৪০ লক্ষ টাকা প্রতারণার শিকার, গ্রেফতার কৃশানু
একুশের বিধানসভা ভোটে এ রাজ্যের ক্ষমতা দখলে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডবল ইঞ্জিন সরকারের স্বপ্ন দেখান মোদী-শাহরা। তবে আচিরেই তাঁদের সেই স্বপ্নভঙ্গ হয়। বরং 'বাংলার মেয়ে'-র উপরই ভরসা রাখে রাজ্যবাসী। এবার টার্গেট দিল্লি। ২০২৪-এ মোদী বিরোধী লড়াইয়ের ভরকেন্দ্রে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাতে মরিয়া তৃণমূল।