Bangladesh Youth Missing: কলকাতায় চিকিৎসা করাতে এসে এবার নিখোঁজ বাংলাদেশের যুবক!

পুলিস সূত্রে খবর, নিখোঁজ যুবকের নাম মহম্মদ দিলওয়ার হোসেন। বাড়ি, বাংলাদেশের পাবনায়। মঙ্গলবার মির্জা গালিব স্ট্রিটের একচি হোটেল ওঠেন দিলওয়ার। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মাও।  বাবা জানিয়েছেন, 'সিসিটিভি ফুটেজে যেটা দেখলাম, ১১. ২৭ মিনিট রাত ও বের হয়ে গিয়েছে'।  কোথা গেলেন? তদন্তে পুলিস।

Updated By: Jun 20, 2024, 08:32 PM IST
Bangladesh Youth Missing: কলকাতায় চিকিৎসা করাতে এসে এবার নিখোঁজ বাংলাদেশের যুবক!

বিক্রম দাস: চিকিৎসা করাতে এসেছিলেন কলকাতায়। সাংসদের খুনের পর এবার নিখোঁজ বাংলাদেশের যুবক! কীভাবে? একযোগে তদন্তে নেমেছে শহরের ৫ থানার পুলিস। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসিটিভি ফুটেজ।

আরও পড়ুন:  Suvendu Adhikari: শ্য়ামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে জ্যোতি বসুকে 'স্মরণ' শুভেন্দুর!

পুলিস সূত্রে খবর, নিখোঁজ যুবকের নাম মহম্মদ দিলওয়ার হোসেন। বাড়ি, বাংলাদেশের পাবনায়। মঙ্গলবার মির্জা গালিব স্ট্রিটের একচি হোটেল ওঠেন দিলওয়ার। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মাও। 

দিলওয়ারের বাবা পেশায় আইনজীবী। তিনি জানিয়েছেন, 'কালকে আমরা হাসপাতালে ডাক্তার দেখিয়েছি। সারাদিনই হাসপাতালে ছিলাম। সন্ধের দিকে হোটেলে এসেছি। পাশের হোটেলে খাওয়াদাওয়া করেছি। হোটেল আসার পর পৌনে ১১টা নাগাদ ও ঘুমিয়ে পড়ে। ক্নান্ত ছিলাম, আমরাও ঘুমিয়ে গিয়েছি।  পৌনে ১২টার সময়ে ওর মা ওঠে বলছে, ছেলে নেই। তাকিয়ে দেখলাম, দরজা খোলা'! কোথা গেলেন? তা নিয়ে তৈরি ধোঁয়াশা।

নিখোঁজ যুবকের বাবার কথায়, 'আমি কিছুই আশঙ্কা করতে পারছি না। আশঙ্কা করার মতো কিছু নেই। সিসিটিভি ফুটেজে যেটা দেখলাম, ১১. ২৭ মিনিট রাত ও বের হয়ে গিয়েছে। এখন আশঙ্কা কি করব। পুলিস বলছে, আমরা তদন্ত করছি'।

এর আগে, কলকাতা চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম। এরপর পুলিস যখন তদন্তে নেমে, তখন জানা যায়, নিউটাউনের ফ্ল্যাটে খুন হয়েছেন তিনি। কবে?  ১৩ মে। দেহ অবশ্য় পাওয়া যায়নি এখনও।

আরও পড়ুন:  Kanchanjunga Express Accident: ছুটি ছাড়াই টানা ৩ দিন নাইট! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পিছনে 'ওভার ডিউটি'র বিস্ফোরক অভিযোগ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.