শহরে করোনা আক্রান্ত হয়ে চিকিত্সকের মৃত্যু, প্রয়াত নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ
অ্যালার্জির সমস্যার কারণে টিকা নেননি তিনি।
নিজস্ব প্রতিবেদন: কলকাতার একটি বেসরকারি হাসপাতালের নামজাদা স্ত্রী রোগ বিশেষজ্ঞ। কিন্তু অ্যালার্জির সমস্যার কারণে টিকা নেননি। করোনা আক্রান্ত হয়ে মাত্র চল্লিশ বছর বয়সেই প্রাণ হারালেন চিকিত্সক রেশমী খাণ্ডেলওয়াল (Reshmi Khandelwal)।
কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন রেশমী। সেখান থেকে MBBS পাশ করে MD করেন মে়ডিক্যাল কলেজে। স্ত্রী বিশেষজ্ঞ হিসেবে নামজাক ছিল যথেষ্ট। শহরের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন ওই তরুণী চিকিত্সক। কিন্তু, করোনা যোদ্ধা হিসেবে কাজ করলেও টিকা নেননি রেশমী খাণ্ডেলওয়াল। কেন? সারা গায়ে চাকা দাগ, সঙ্গে প্রবল চুলকানি। 'আর্টিক্যারিয়া' (Urticaria) অ্যালার্জির সমস্যা ছিল রেশমির। করোনায় আক্রান্ত হন তিনি। টানা দশদিন ভেন্টিলেশনে ছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। এদিন শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন রেশমী খাণ্ডেলওয়াল।
আরও পড়ুন: 'আপনার হস্তক্ষেপ প্রয়োজন', অক্সিজেন প্লান্ট তৈরি করতে চেয়ে Mamata-কে চিঠি Adhir-র
প্রসঙ্গত, সাধারণ অ্যালার্জির সমস্যা থাকলে কিন্তু ভ্য়াকসিন নিতে কোনও সমস্যা নেই। তেমনটাই জানানো হয়েছিল। তবে, সেক্ষেত্রে টিকা নেওয়ার আগে অ্যালার্জির কথা জানানো বাধ্যতামূলক।
আরও পড়ুন: নদীর চরে আটকে মৃতদেহ, করোনা আবহে আতঙ্ক ছড়াল এলাকায়