আগামিকাল থেকে পুর কর্মীদের যাতায়াতের জন্য চলবে মোট ১১টি বাস, সিদ্ধান্ত পুরসভার

সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে বাসগুলো ছাড়বে। বিকেলে বাস ছাড়বে ৫ টায়।

Updated By: Jun 9, 2020, 04:41 PM IST
আগামিকাল থেকে পুর কর্মীদের যাতায়াতের জন্য চলবে মোট ১১টি বাস, সিদ্ধান্ত পুরসভার

নিজস্ব প্রতিবেদন: পরিবহণ দফতরের সহযোগিতায় শহরে বাস চালাচ্ছে কলকাতা পুরসভা। আগামিকাল থেকে পুর কর্মীদের অফিস যাতায়াতের জন্য মোট ১১টি বাস চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে বাসগুলো ছাড়বে। বিকেলে বাস ছাড়বে ৫ টায়।

আরও পড়ুন: 'কাটা ঘায়ে নুনের ছিটে... করোনা এক্সপ্রেস-ই হবে আপনার প্রস্থান পথ', হুঁশিয়ারি অমিতের

যে রুটে বাসগুলো চলবে সেগুলো হল- জোকা, ডায়মন্ডহারবার, কল্যাণী, বারাকপুর, গার্ডেনরিচ, বারুইপুর, বারাসত, গার্ডেনরিচ সহ নটি জায়গা থেকে বাসগুলো ছাড়বে। কর্মীদের হাজিরা সংক্রান্ত নির্দেশিকার পরেই পরিবহণ সমস্যা নিয়ে আবেদন জানান কর্মীদের একাংশ। এরপরেই বাস চালানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। 

আরও পড়ুন: 'শনিবার বাংলার চাষিদের তালিকা দিন, সোমবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে', মমতাকে চ্যালেঞ্জ অমিতের

উল্লেখ্য, গতকাল থেকে পুরোদমে শুরু হয়েছে কলকাতা পুরসভার অফিস। রাস্তায় পর্যাপ্ত বাস না থাকায় কাজে আসতে হিমশিম খেয়েছেন পুরকর্মীরা। কর্মীদের সুবিধার জন্য বাসের ব্যবস্থা করার চিন্তাভাবনা করছে পুরসভা। কোন কোন পয়েন্ট থেকে বাস ছাড়া যায় তা ঠিক করতে বৈঠক হয় পুরসভায় এরপরই সিদ্ধান্ত জানানো হয়েছে। গতকালই পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছিলেন দূর থেকে আসা কর্মীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে। শীঘ্রই বিভিন্ন পিক আপ পয়েন্টে বাস পাবেন কর্মীরা। 

.