বন্ধ থাকবে মা ফ্লাইওভারের একটি অংশ, দুর্ভোগে পড়তে পারেন নিত্যযাত্রীরা
নিত্য যাতায়াতে পথে এমন সমস্যায় কপালে ভাঁজ যাত্রীদের।
নিজস্ব প্রতিবেদন: মেরামতির কাজ চলার কারণে আগামী বেশ কিছুদিন বন্ধ থাকবে মা ফ্লাইওভার। ফ্লাইওভারের সংস্কারের কাজ শুরু হয়েছে। বন্ধ রাখা হয়েছে গড়িয়াগামী অংশটি। অর্থাৎ পঞ্চান্নগ্রামে মিশছে এই রাস্তা। আজ থেকে মেরামতির কাজ চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। এইদিনের পর খুলে দেওয়া হবে রাস্তাটি। মা ফ্লাইওভারের গড়িয়াগামী লেনটি পুরোপুরি বন্ধ রাখার কারণে সেক্টর ফাইভ থেকে গড়িয়াগামী গাড়িগুলি পুরোপুরি ঘুরিয়ে নেওয়া হবে।
আরও পড়ুন: ভোররাতে লেক গার্ডেন্সের বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৭ দোকান
অন্যদিকে ফ্লাইওভারের একটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধ থাকায় ইতিমধ্যেই যানযট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন অফিসযাত্রীরা। ইএম বাইপাসে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলেও জানিয়েছেন নিত্যযাত্রীরা। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে অনেককেই।
নিত্য যাতায়াতে পথে এমন সমস্যায় কপালে ভাঁজ যাত্রীদের।