হাসপাতালের দোরে দোরে ঘুরেও ঠাঁই হল না দেড় মাসের শিশুর, জি ২৪ ঘণ্টার খবরের জেরে ভর্তি নিল SSKM

দীর্ঘক্ষণ চলতে থাকে টালবাহানা। সেই খবর সম্প্রচার করে জি চব্বিশ ঘণ্টা।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Feb 2, 2020, 02:47 PM IST
হাসপাতালের দোরে দোরে ঘুরেও ঠাঁই হল না দেড় মাসের শিশুর, জি ২৪ ঘণ্টার খবরের জেরে ভর্তি নিল SSKM

নিজস্ব প্রতিবেদন: জি ২৪ ঘণ্টার খবরের জের। নিউমোনিয়ায় আক্রান্ত মুমুর্ষু শিশুকে শেষপর্যন্ত ভর্তি নিল SSKM। কোলে এক মাস পাঁচদিনের শিশুকে নিয়ে সকাল থেকেই শহরের দুই নামি সরকারি হাসপাতালে ঘুরছিলেন অসহায় পরিবার। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত,তার ওপর আবার হার্টের সমস্যা। সবমিলিয়ে অবস্থা আশঙ্কাজনক।

অথচ সকাল থেকে একবার এনআরএস থেকে এসএসকেএম ,আবার SSKM থেকে NRS।তারপরেও চিকিত্‍সা মেলেনি। প্রতিবারই খালিহাতে ফিরতে হয়েছে তাঁকে। কোলের শিশুকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘোরাই সার হয়েছে শিশুর বাবা মাসুদল শেখের। পরিবার সূত্রে খবর, অসুস্থ শিশুকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে রেফার করা হয় এনআরএসে, এন‌আর‌এসে জানানো হয় এই চিকিৎসার জন্য তাদের কাছে উপযুক্ত পরিকাঠামো নেই। এস‌এসকেএমে এন‌আর‌এসের কাগজ চাওয়া হয়। 

এই নিয়েই দীর্ঘক্ষণ চলতে থাকে টালবাহানা। সেই খবর সম্প্রচার করে জি চব্বিশ ঘণ্টা। অবশেষে জি ২৪ ঘণ্টায় খবর সম্প্রচারের পরেই টনক নড়েছে হাসপাতালের। শিশুর কথা জানাজানি হতেই শিশুকে ভর্তি নিয়েছে SSKM। শিশুর চিকিৎসা শুরু হয়েছে ইতিমধ্যেই

Tags:
.