খাদিমকর্তা অপহরণ মামলায় দোষী সাব্যস্ত ৮, সাজা ঘোষণা সোমবার

খাদিমকর্তা অপহরণ মামলায় রায় ঘোষণা করল আলিপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। দোষী সাব্যস্ত হল ৮। দোষীদের সাজা ঘোষণা করা হবে সোমবার। এই মামলায় মোট ৬৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ২০০৯ সালে ৫ জনের যাবজ্জীবন সাজা হয়েছিল।

Updated By: Dec 8, 2017, 06:22 PM IST
খাদিমকর্তা অপহরণ মামলায় দোষী সাব্যস্ত ৮, সাজা ঘোষণা সোমবার

নিজস্ব প্রতিবেদন: খাদিমকর্তা অপহরণ মামলায় রায় ঘোষণা করল আলিপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। দোষী সাব্যস্ত হল ৮। দোষীদের সাজা ঘোষণা করা হবে সোমবার। এই মামলায় মোট ৬৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ২০০৯ সালে ৫ জনের যাবজ্জীবন সাজা হয়েছিল।

২৫ জুলাই'২০০১, তিলজলার বাড়ি থেকে বেরিয়ে লেদার কমপ্লেক্সে যাওয়ার পথে অপহৃত হন খাদিম কর্তা পার্থ রায় বর্মণ। একটি মারুতি ভ্যানে তাঁকে নিয়ে চম্পট দেয় অপহরণকারীরা। মুক্তিপণ হিসেবে দাবি করা হয়  ২০ কোটি টাকা। শেষ পর্যন্ত পাঁচ কোটি টাকা দিয়ে ছাড়া পান পার্থবাবু। এরপর শুরু হয় তদন্ত।

মামলার তদন্তভার পায় সিআইডি। গ্রেফতার হয় আফতাব আনসারি সহ মোট ছজন। এর মধ্যে তিনজন পাকিস্তানের নাগরিক। এরা হল আরসাদ ওরফে আসলাম, দিলসাদ ওরফে মহম্মদ ইশা এবং তারিক মেহমুদ ওরফে নঈম।

আরও পড়ুন- খাদিম কর্তা অপহরণে অভিযুক্তকে প্রেসিডেন্সি জেলের মধ্যে নৃশংসভাবে খুন

প্রথম পর্যায়ে মামলার রায়দান হয় ২০০৯-এ।  আফতাব সহ পাঁচজনের যাবজ্জীবন সাজা হয়। এরপর সিআইডি আরও আটজনকে গ্রেফতার করে। ২০১২-য় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ২০১৩ সাল থেকে শুরু হয় বিচারপ্রক্রিয়া। সাক্ষ্য নেওয়া হয় মোট ৬৮জনের। নানা কারণে এই মামলা বিলম্বিত হওয়ায় সুপ্রিম কোর্ট মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়। শেষমেষ আজ এই মামলার রায় দিতে চলেছেন আলিপুর দায়রা আদালতের বিচারক।

.