Central Force on Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য
প্রতিটি শোভাযাত্রায় থাকবেন অ্যাসিস্ট্যান্ড কমিশনার পদমর্যাদার একজন পুলিস আধিকারিক। স্পর্শকাতর এলাকায় বসানো হবে পুলিস পিকেট।
![Central Force on Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য Central Force on Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/05/414683-humana.png)
পিয়ালী মিত্র: হনুমান জয়ন্তীতে আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নবান্ন। হাইকোর্টে নির্দেশে রাজ্যে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোথায় মোতায়েন? ব্যারাকপুর, চন্দননগর ও কলকাতা। আগামীকাল, বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় নামবেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।
প্রথমে হাওড়া, তারপর রিষড়া। রামনবমীর মিছিল কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল রাজ্যে। হাওড়ার ঘটনায় যখন উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন দার্জিলিং সফর কাটছাঁট করে রিষড়ায় পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। কেন এমন পরিস্থিতি? রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র।
আরও পড়ুন: KMC: সুকৌশলে কর ফাঁকি রাঘববোয়ালদের, বন্ধ হচ্ছে বিতর্কিত 'ওয়েভার' স্কিম!
আগামীকাল, বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। হিংসা বন্ধে রাজ্যকে এবার কর্তব্য স্মরণ করাল কলকাতা হাইকোর্ট। কীভাবে? হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ডিভিশন বেঞ্চের নির্দেশ,'প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিক রাজ্য'। আদালতের মতে, কেন্দ্রের কাছে বাহিনী চাওয়ার অর্থ এই নয় যে, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র রাজ্যকে সাহায্য করবে। কোথায় । কোথায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, কোথায় কোথায় ড্রোন ওড়ানো হবে তা ঠিক করবে রাজ্য সরকারই।
এদিকে হাইকোর্টের নির্দেশে পর রাজ্যের পদস্থ পুলিস আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব। সেই বৈঠকেই হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কেন্দ্রের কাছে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি শোভাযাত্রায় থাকবেন অ্যাসিস্ট্যান্ড কমিশনার পদমর্যাদার একজন পুলিস আধিকারিক। স্পর্শকাতর এলাকায় বসানো হবে পুলিস পিকেট।