২৪ ঘণ্টার উদ্যোগ: ফুসফুসে টিউমার, ঠাঁই মেলেনি কোথাও, অবশেষে আক্রান্ত শিশু ভর্তি হল BC রায় শিশু হাসপাতালে

২৪ ঘণ্টার উদ্যোগ। হাসপাতালে ভর্তি হল ছোট্ট অনন্যা। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা। ফুসফুসে ভয়াবহ টিউমার। তাঁকে বাঁচাতে ২১ ফেব্রুয়ারি কলকাতা ছুটে আসেন বাবা-মা। কিন্তু, অধিকাংশ হাসপাতালেই ঠাঁই মেলেনি। মোটা খরচের ফিরিস্তি দেয় এক বেসরকারি হাসপাতাল। অনন্যার বাবা-মা ফিরেই যাচ্ছিলেন। ২৪ ঘণ্টায় খবর পৌছনোর পর বদলায় পরিস্থিতি। 

Updated By: Feb 24, 2017, 10:44 AM IST
২৪ ঘণ্টার উদ্যোগ: ফুসফুসে টিউমার, ঠাঁই মেলেনি কোথাও, অবশেষে আক্রান্ত শিশু ভর্তি হল BC রায় শিশু হাসপাতালে

ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টার উদ্যোগ। হাসপাতালে ভর্তি হল ছোট্ট অনন্যা। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা। ফুসফুসে ভয়াবহ টিউমার। তাঁকে বাঁচাতে ২১ ফেব্রুয়ারি কলকাতা ছুটে আসেন বাবা-মা। কিন্তু, অধিকাংশ হাসপাতালেই ঠাঁই মেলেনি। মোটা খরচের ফিরিস্তি দেয় এক বেসরকারি হাসপাতাল। অনন্যার বাবা-মা ফিরেই যাচ্ছিলেন। ২৪ ঘণ্টায় খবর পৌছনোর পর বদলায় পরিস্থিতি। 

দুরারোগ্য রোগে আক্রান্ত শিশু, ফেরাল হাসপাতাল

বাঁকুড়ার প্রাথমিক শিক্ষক দীপক সাহা। দুই বছরের মেয়ে অনন্যার ফুসফুসে টিউমার। দ্রুত চিকিত্‍সা প্রয়োজন। ২১সে ফেব্রুয়ারি তাই ছুটে আসেন কলকাতায়। বেড নেই। এই অজুহাতে ফিরিয়ে দিল অধিকাংশ হাসপাতাল। 

অবশেষে ঠাঁই হল বেসরকারি হাসপাতালে। দ্রুত অপারেশনের নিদান দিলেন চিকিত্‍সকরা। কিন্তু, তার যে খরচ প্রায় ২০ লক্ষ টাকা। এদিকে বেসরকারি হাসপাতালে জমছে বিলের পাহাড়। বেসরকারি হাসপাতালে লক্ষাধিক টাকার বিল, উপায় না থাকায় শিশুকে ফিরিয়ে যাওয়ার সিদ্ধান্তই নেন বাবা ও মা। তবে চব্বিশ ঘণ্টার খবরের পর পরিস্থিতির বদল হয়। ২৪ ঘণ্টার উদ্যোগে BC রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। 

.