হিসাবের ভুল লোকাতে Mukul, ১৬ জুলাই ৬৪ পাতা নথি নিয়ে হেস্তনেস্তর হুঁশিয়ারি Suvendu-র

গত ১১ জুন তৃণমূলে যোগ দিলেও বিধানসভার নথিতে মুকুল রায় (Mukul Roy) এখনও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। 

Updated By: Jul 9, 2021, 11:59 PM IST
হিসাবের ভুল লোকাতে Mukul, ১৬ জুলাই ৬৪ পাতা নথি নিয়ে হেস্তনেস্তর হুঁশিয়ারি Suvendu-র

নিজস্ব প্রতিবেদন: আগামী ১৬ জুলাই ডেকেছেন স্পিকার। ওই দিন দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিরুদ্ধে নথিপত্তর তুলে দেবেন। হেস্তনেস্ত না হলে আইনি পথে হাঁটবে বিজেপি। শুক্রবার পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায় মনোনীত হওয়ার পর একথা স্পষ্ট দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।      

গত ১১ জুন তৃণমূলে যোগ দিলেও বিধানসভার নথিতে মুকুল রায় (Mukul Roy) এখনও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। সেদিকে ইঙ্গিত করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন,'৭ জন বিজেপি বিধায়কের মধ্যে অভিজ্ঞতার ভিত্তিতে মুকুল রায়কে মনোনীত করেছেন স্পিকার। রীতি মেনেই সিদ্ধান্ত নিয়েছেন।' অন্যদিকে, মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের জন্য ইতিমধ্যেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন,'বিরোধী দলের প্রতিনিধি পিএসি চেয়ারম্যান হন। সেই ঐতিহ্যকে ভাঙলেন অধ্যক্ষ মহোদয়। ভারতীয় জনতা পার্টির কোনও সদস্য বা সদস্যা মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি। তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর উপস্থিতিতে গলায় উত্তরীয় পড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। অডিয়ো-ভিডিয়ো সবাই দেখেছেন। আমাদের তরফে অশোক লাহিড়ীর নাম পাঠিয়েছিলেন মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তা প্রত্যাখ্যাত হয়েছে।'

সরকার হিসাবে ধামাচাপা দিতেই এমনটা করেছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,'সরকার চায় খরচ আমরা করব, হিসাবও আমরাই দেখব। এই সরকার ২০১৭-১৮ সাল থেকে ক্যাগের অডিট করেনি। ২০১২-১৩ সাল থেকে জিটিএ-র অডিট হয়নি। খেলা-মেলায় টাকা খরচে বিরোধীরা বাধা না হতে পারে তাই এই সিদ্ধান্ত। অশোক লাহিড়ীর মতো ভোটে জিতে আসা অর্থনীতিবিদ ভুলগুলি যাতে ধরতে না পারেন, তাই মুকুল রায়কে মনোনীত করল।' 

শুভেন্দুর আবেদনের প্রেক্ষিতে আগাম ১৬ জুলাই তাঁকে ডেকে পাঠিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তের পর এব্যাপারে পদক্ষেপ করবে বিজেপি। বিরোধী দলনেতার কথায়,'তথ্যপ্রমাণ-সহ ৬৪ পৃষ্ঠা নথি দেব। আগামী ১৬ তারিখ দুপুর ২টোয় যাব। বিগত দিনে এক বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ আইনে ব্যবস্থা নেওয়া হয়নি। স্থির বিশ্বাস মুকুল রায়ের বিধানসভার সদস্য পদই টিকিয়ে রাখতে পারবে না তৃণমূল কংগ্রেস। কারণ দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ ভারতীয় জনতা পার্টি। আশা করি স্পিকার দলত্যাগ বিরোধী আইন লাগু করবেন।' 

আরও পড়ুন- রীতি মেনেই BJP-র বিধায়ক Mukul-কে মনোনীত করেছেন অধ্যক্ষ, দলনেত্রীর সুরেই Partha

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.