কার্তিকের ব্যাটেই জয় লক্ষ্মী থাকল মুম্বইয়ে

ফের সেই এক চিত্র। ক্রিকেটের দুই মহাতারকার ব্যর্থতার পরও জিতল মুম্বই ইন্ডিয়ন্স। অন্যদিকে পরপর তিনটে ম্যাচ হেরে সেওয়াগের অনুপস্থিতিতে দিল্লি ডেয়ারডেভিলস তলিয়ে যাচ্ছে। সচিন ১, পন্টিং ০। এই দুই মহাতারকার আউট হওয়ার পর মুম্বই তুলল আইপিএল সিক্সের সর্বোচ্চ রান।

Updated By: Apr 10, 2013, 11:58 AM IST

মুম্বই--২০৯/৫, দিল্লি- ১৬৫/৯
মুম্বই ইন্ডিয়ন্স ৪৪ রানে জয়ী। ম্যাচের সেরা-দীনেশ কার্তিক।
ফের সেই এক চিত্র। ক্রিকেটের দুই মহাতারকার ব্যর্থতার পরও জিতল মুম্বই ইন্ডিয়ন্স। অন্যদিকে পরপর তিনটে ম্যাচ হেরে সেওয়াগের অনুপস্থিতিতে দিল্লি ডেয়ারডেভিলস তলিয়ে যাচ্ছে। সচিন ১, পন্টিং ০। এই দুই মহাতারকার আউট হওয়ার পর মুম্বই তুলল আইপিএল সিক্সের সর্বোচ্চ রান।
ভারতীয় দলের `বাতিল` উইকেটরক্ষক দীনেশ কার্তিকের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে মুম্বই তোলে ২০৯ রান। ৪৮ বলে ৮৬ রানের যে ইনিংসটা কার্তিক এদিন খেললেন তাতে তিনি ভাবতেই পারতেন ইস ধোনি না থাকলে এতদিন আমি দেশের হয়ে নিয়মিত খেলতমা। কার্তিককে যোগ্য সঙ্গত দিলেন রোহিত শর্মা। রোহিত ৫০ বলে করলেন ৭৪ রান।
পরপর দুটো ম্যাচে হেরে ২০৯ রান তাড়া করে জিততে হলে যে রসদ থাকার দরকার সেওয়াগ-পিটারসেনের অনুপস্থিতিতে দিল্লির সেটা নেই। ওয়ার্নার ৩৭ বলে ৬১ রানের একটা ইনিংস খেলে একটা চেষ্টা করলেন বটে। কিন্তু শুধু এই ইনিংস খেললে জিততে হলে অন্যদের যে সহায়তা লাগে সেটা ছিল না। সব মিলিয়ে এক কথায় বলা যায় মুম্বই ডুবততে ডুবততে ভেসে গেল, আর দিল্লি ভাসতে ভাসতে ডুবে গেল। এখানেই ফারাক হয়ে গেল। তাই আইপিএল সিক্সে মুম্বই এখন রাজা, আর দিল্লি ফকির।

.