বদলা নিয়ে প্রথম দল হিসেবে প্লে অফে ধোনিরা
যেমনভাব গেছিল তেমনই হল। বাকিরা যখন রীতিমত আইপিএলে টিকে থাকার জন্য খড়কুটোর সন্ধান করছে, তখন প্রথম দল হিসাবে প্লে অফে উঠে গেল মহেন্দ্র সিং ধোনির দল। ১০ ম্যাচের মধ্যে আটটাতে জিতে ধোনিরা এখন প্লে অফে উঠে বাকিদের অপেক্ষায়। মঙ্গলবার ধোনিরা পুণে যুবরাজদের বিরুদ্ধে জিতে বদলা তুললেন। ধোনিদের সামনে এখন একটাই লক্ষ্য পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে একটা ম্যাচ কম খেলে সরাসরি ফাইনালে ওঠা।
চেন্নাই সুপার কিংস ১৬৪ -৩ (রায়না ৬৩ নঃ আঃ , ধোনি ৪৫ নঃ আঃ , রাহুল শর্মা ১-২৭ )। পুণে ওয়ারিয়র্স ১২৭ -৯ (স্মিথ -৩৫ , মোহিত শর্মা ৩ -২১)
যেমনভাব গেছিল তেমনই হল। বাকিরা যখন রীতিমত আইপিএলে টিকে থাকার জন্য খড়কুটোর সন্ধান করছে, তখন প্রথম দল হিসাবে প্লে অফে উঠে গেল মহেন্দ্র সিং ধোনির দল। ১০ ম্যাচের মধ্যে আটটাতে জিতে ধোনিরা এখন প্লে অফে উঠে বাকিদের অপেক্ষায়। মঙ্গলবার ধোনিরা পুণে যুবরাজদের বিরুদ্ধে জিতে বদলা তুললেন। ধোনিদের সামনে এখন একটাই লক্ষ্য পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে একটা ম্যাচ কম খেলে সরাসরি ফাইনালে ওঠা।
বাকি দলগুলোর যা অবস্থা তাতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় চেন্নাই সুপার কিংসের। বাকি ছটা ম্যাচের মধ্যে অন্তত চারটে জিততে পারলেই তালিকায় শীর্ষে থাকা নিশ্চিত সুপার কিংসদের।
চেন্নাইয়ে এই পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধেই অপ্রত্যাশিতভাবে হেরে গেছিল চেন্নাই। মঙ্গলবার অবশ্য ম্যাচের প্রথম কটা ওভার বাদ দিলে একপেশে ভাবেই জিতলেন ধোনিরা।
অবিশ্বাস্য ফর্মে এ দিনও ব্যাট করলেন সুপার কিংস অধিনায়ক ধোনি৷ ১৬ নম্বর ওভারে তিনি যখন ক্রিজে আসেন , চেন্নাই ১৫ .৩ ওভারে ১০৩ -৩৷ সেখান থেকে ধোনি দলকে ১৬৪ -তে নিয়ে যান৷ নিজে শেষ পর্যন্ত নট আউট থেকে ১৬ বলে ৪৫ রান করেন৷ ইনিংস সাজানো ৩টি ছক্কা ও ৪টি চার দিয়ে৷ অন্য প্রান্তে অবশ্য সুরেশ রায়নাও ৫০ বলে ৬৩ রানের ইনিংস খেলে জড় তুললেন।
রান তাড়া করতে নেমে এদিন ভরাডুবি হল পুণের৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চ (১৫ ) থেকে উত্থাপ্পা (১০ ), যুবরাজ (৫ ), লিউক রাইট (২), অভিষেক নায়ার (২) সবাই ব্যর্থ৷ এদিনের হারের পর আইপিএল থেকে কার্যত বিদায় নিল পুণে ওয়ারিয়র্স।