Covid-19: ছয় থেকে আট মাসেই করোনা থেকে 'মুক্তি'? কী বলছেন বিশেষজ্ঞরা?

শীঘ্রই স্বাভাবিক জীবন?

Updated By: Sep 15, 2021, 12:30 PM IST
Covid-19: ছয় থেকে আট মাসেই করোনা থেকে 'মুক্তি'? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিজস্ব প্রতিবেদন: করোনা অতিমারি (pandemic end) শেষের অপেক্ষায় গোটা বিশ্ব। তবে তা কবে হবে সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে। যদিও বিশ্বজুড়ে মহামারী বিশেষজ্ঞদের (Epidemiologists) মতে, করোনার বাড়বাড়ন্ত শেষ হবে না এখনই। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ গবেষণা কেন্দ্রের ডিরেক্টর মাইকেল অস্টারহোমের (Michael Osterholm) মতে, গোটা বিশ্ববাসীই একবার হলেও মারণভাইরাসে আক্রান্ত হবেন। মূলত শীতে ফের নতুন করে করোনার (Coronavirus) প্রকোপ বাড়বে বলে জানান তিনি।

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে মাইকেল জানান, 'বিশ্বজুড়ে কোভিডের একের পর এক ঢেউ আছড়ে পড়ছে। কিছুদিন তীব্রতা কমলেও ফের উত্থাপিত হতে পারে করোনার নতুন ঢেউ। অন্ততপক্ষে আগামী ছয় থেকে আট মাস করোনা শেষের কোনও লক্ষণ নেই।'

আরও পড়ুন: Coronavirus: দেশে ফের বাড়ল আক্রান্ত, কেরলে একদিনে আক্রান্ত ১৫ হাজারের বেশি
আরও পড়ুন: Covid 19: কোভিড নেগেটিভ হয়েও ভাইরাস ছড়াচ্ছেন, চিনে ফের সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে এই ব্যক্তি

গোটা বিশ্বের মানুষকে করোনার কোপে পড়তে হবে। বিশেষজ্ঞদের অনুমান, তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হবেন কমপক্ষে ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ। তবে ইতিমধ্যেই টিকাকরণ শুরু হওয়ায় মারণক্ষমতা অনেকটাই কমবে। করোনার নতুন কোনও প্রজাতির উদ্ভব হলে অপেক্ষা করছে আরও বড় বিপদ। তবে করোনা যে ধীরে ধীরে স্থানীয় রোগ বা ফ্লুতে পরিণত হবে তা মানছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে এক-দু ডোজ নয়, নিয়মিত টিকা নিতে হবে বলে জানান তাঁরা। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.