বাংলায় মোট Black Fungus আক্রান্তের সংখ্যা ৪৭, সন্দেহজনক আরও ৯৮
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস মুক্ত হয়েছেন মোট ৩ জন।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে একটু একটু করে বেড়ে চলেছে ব্ল্যাক ফাঙ্গাস তথা Mucormycosis-র আক্রান্তের সংখ্যা। আজ (বৃহস্পতিবার) পশ্চিবঙ্গে Mucormycosis-এ আক্রান্ত হয়েছেন দুই-জন। অন্য আরেকজনের শরীরে উপসর্গ বেশ কিছু দিন যাবৎ প্রকট হয়ে উঠেছিল। আজ রিপোর্ট প্রকাশ হতেই নিশ্চিত যে ওই ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত।
আজকের আক্রান্তের সংখ্যা যোগ করে রাজ্যে মোট Mucormycosis বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। আজ (বৃহস্পতিবার) যে দুইজন রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে একজন এসএসকেএম-য়ে ভর্তি, অন্যজন এসটিএম-য়ে।
আরও পড়ুন: কলকাতায় ৫০০-র নীচে নামল দৈনিক কোভিড আক্রান্ত, কমল মৃত্যু
এই মুহূর্তে উপসর্গ রয়েছে, এমন সন্দেহজনক রোগীর সংখ্যা পশ্চিমবঙ্গে ৯৪ জন। আজ (বৃহস্পতিবার) ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শূন্য। তবে এতদিনে মোট মৃত্যু হয়েছে ১১ জনের।প্রসঙ্গত, বেশ কিছু রোগী যাঁদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল, কিন্তু নিশ্চিত হওয়ার আগেই মৃত্যু হয়েছে, সেই পরিসংখ্যান এখনও পর্যন্ত জন।
Mucormycosis-য়ে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২ জন। আজই তাঁরা বাড়ি ফিরেছেন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস মুক্ত হয়েছেন মোট ৩ জন।