G-20-র ফাঁকে WHO প্রধানের সঙ্গে কথা PM Modi-র, স্বীকৃতি পেল Covaxin!

 বুধবার কোভ্যাক্সিনকে সবুজ সংকেত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Updated By: Nov 3, 2021, 09:09 PM IST
G-20-র ফাঁকে WHO প্রধানের সঙ্গে কথা PM Modi-র, স্বীকৃতি পেল Covaxin!

নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত ভারত বায়োটেকের কোভিড টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্রের খবর, গত সপ্তাহে জি-২০ সম্মেলনের ফাঁকে হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাসের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তখনই কোভ্যাক্সিনকে ছাড়পত্র বিষয়টি আলোচনা হয়।

সেই এপ্রিলে হু-র কাছে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন করেছিল ভারত বায়োটেক। গত ২৬ অক্টোবর অতিরিক্ত তথ্যাদি চেয়ে পাঠায় হু-র টেকনিক্যাল কমিটি। ওই তথ্যের ভিত্তিতে ঝুঁকি পর্যালোচনা করা হবে বলে জানানো হয়। হু-কে সমস্ত তথ্য পাঠায় ভারতীয় টিকা উৎপাদনকারী সংস্থা। তন্মধ্যে গত সপ্তাহে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে হু-র ডিরেকটর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসাসের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। সূত্রের খবর, ওই সাক্ষাতে কোভ্যাক্সিন টিকার ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিয়ে তদ্বির করেন তিনি। শুধু তাই নয় জি-২০ শীর্ষ সম্মেলনেও কোভ্যাক্সিন বাকি দেশগুলিকে দেওয়ার পথে যে বাধা রয়েছে তা খোলাখুলি বলে দেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেন, টিকা-অসাম্যের মোকাবিলা করতে তৎপর ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই ৫ বিলিয়ন টিকার ডোজ উন্নয়নশীল দেশগুলিকে দেওয়া হবে।        

এর পর বুধবার কোভ্যাক্সিনকে সবুজ সংকেত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।কোভিড-১৯ প্রতিরোধে কোভ্যাক্সিনেক কার্যকারিতা ৭৭.৮ শতাংশ। নতুন ডেলটা প্রজাতির মোকাবিলায় ৬৫.২ শতাংশ কার্যকর।     

আরও পড়ুন- ভারতের বিরাট জয়, 'মেড ইন ইন্ডিয়া' টিকা Covaxin-কে ছাড়পত্র দিল WHO

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.