বেলেঘাটায় সিসিইউ-তে অক্সিজেনের তারতম্যে 'নাভিশ্বাস' রোগীদের
বুধবার অক্সিজেন প্ল্যান্টের সংস্কার করা হবে। তা চলবে প্রায় ৪ ঘণ্টা।
নিজস্ব প্রতিবেদন: অক্সিজেন দরকার। অথচ অপরিমিত। তার জেরে রাজ্যে কোভিড চিকিৎসার অন্যতম হাসপাতাল বেলেঘাটায় আইডি-তে সমস্যায় পড়েছেন সিসিইউ-র রোগীরা। দিনের বেলায় পাইপের মাধ্যমে অক্সিজেনের যোগানে তারতম্য ঘটছে। এই পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর চেয়ে স্বাস্থ্যভবনে জরুরি বার্তা পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বেলঘাটা আইডি হাসপাতালে সিসিইউ-তে রয়েছে ৩৩টি শয্যা। পাইপের মাধ্যমে অক্সিজেনের যোগান দেওয়া হয় রোগীদের। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সিসিইউ-তে বাড়ছে অক্সিজেনের চাহিদা। অভিযোগ, অনেক সময় ৩০ শতাংশ কমে যাচ্ছে প্রাণবায়ুর যোগান। ফলে যে সমস্ত রোগীদের অক্সিজেন বেশি দরকার পড়ছে, তাঁদের সমস্যা হচ্ছে। আপাতত বড় সিলিন্ডার এনে বিকল্প ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু পাইপ বদল না হলে সমস্যা হবে। চলতি সপ্তাহেই সেই চেষ্টা করা হচ্ছে। জরুরি বার্তা পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরে।
বুধবার অক্সিজেন প্ল্যান্টের সংস্কার করা হবে। তা চলবে প্রায় ৪ ঘণ্টা। এই সময়ে সিসিইউ-তে ভর্তি রোগীদের অক্সিজেন দেওয়ার জন্য কনসেনট্রেটর ও সিলিন্ডারের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন- 'ওঁর ওষুধ, ওঁর সব কিছু আমার কাছে,' প্রেসিডেন্সির দুয়ারে ভেঙে পড়লেন শোভনের বৈশাখী