Covid Update: আরও কমল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় ৫০ হাজার ছুঁই ছুঁই

গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ১ হাজার ৪২২ জনের।  

Updated By: Jun 21, 2021, 10:29 AM IST
Covid Update: আরও কমল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় ৫০ হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবদন: ৮৮ দিনের মাথায় আরও কমল করোনা সংক্রমণ। তিন দিন আগেই ৬০ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৫৩,২৫৬ জন। এদিকে দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ৭৮ হাজার ১৯০ জন। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৭ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ০২ হাজার  ৮৮৭ জন। 

আরও পড়ুন: International Yoga Day 2021: ভারতই এক বিশ্ব এক স্বাস্থ্যের পথ দেখাবে : Modi, যোগচর্চায় M Yoga অ্যাপের উদ্যোগ

আরও পড়ুন: International yoga day 2021: M yoga app-র ঘোষণা মোদীর, কেমন করে ব্যবহার করবেন?

 

গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ১ হাজার ৪২২ জনের।  মোট মৃত্যু সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ১১৯। সুস্থতার হার বেড়েছে ৯৬ শতাংশ। রোজ পাঁচ শতাংশেরও কম হারে সংক্রমণ ঘটছে দেশে। গড়ে আপাতত থাকছে ৩.২২ %। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৮ কোটি ০০ লক্ষ ৩৬ হাজার ৮৯৮ জন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.