Covid Update: ৮১ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, মৃত ১ হাজার ৫৭৬ জন
আজকের পরিসংখ্যান বলছে, ৩.৪৩ শতাংশ হারে সংক্রমণ ঘটেছে। তবে গড়ে আপাতত থাকছে ৩.২২ %।
নিজস্ব প্রতিবেদন: ৮১ দিনের মাথায় দেশে সর্বনিম্ন করোনা সংক্রমণ। ৬০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৫৮,৪১৯ জন। এদিকে দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ৬১৯ জন। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৭ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩ জন।
আরও পড়ুন: 'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, ৬-৮ সপ্তাহে আছড়ে পড়তে পারে', জানালেন AIIMS প্রধান
India reports 58,419 new #COVID19 cases (less than 60,000 after 81 days), 87,619 discharges & 1576 deaths in last 24 hrs as per Health Ministry
Total cases: 2,98,81,965
Total discharges: 2,87,66,009
Death toll: 3,86,713
Active cases: 7,29,243Vaccination: 27,66,93,572 pic.twitter.com/MGYvftewvj
— ANI (@ANI) June 20, 2021
আরও পড়ুন: করোনার আরও একটি নয়া স্ট্রেন! ২৯টি দেশে Lambda স্ট্রেনে আক্রান্ত মানুষ
গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ১ হাজার ৫৭৬ জন। মোট মৃত্যু সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ০০৯ জন। সুস্থতার হার বেড়েছে ৯৬ শতাংশ। রোজ পাঁচ শতাংশেরও কম হারে সংক্রমণ ঘটছে দেশে। আজকের পরিসংখ্যান বলছে, ৩.৪৩ শতাংশ হারে সংক্রমণ ঘটেছে। তবে গড়ে আপাতত থাকছে ৩.২২ %। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৭ কোটি ৬৬ লক্ষ ৯৩ হাজার ৫৭২ জন।
Recovery Rate increases to 96.27%, Weekly Positivity Rate remains below 5%, currently at 3.43%. Daily positivity rate at 3.22% Ministry of Health
— ANI (@ANI) June 20, 2021
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)