Covid Update: স্বস্তির খবর, থার্ড ওয়েভ আশঙ্কার মাঝে ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন করোনা আক্রান্ত

এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ৩৪ কোটি ০০ লক্ষ ৭৬ হাজার ২৩২ জন।  

Updated By: Jul 6, 2021, 10:10 AM IST
Covid Update: স্বস্তির খবর, থার্ড ওয়েভ আশঙ্কার মাঝে ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের হার ১১ দিনে সবচেয়ে কম। সোমবার স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত করোনা আপডেট অনুযায়ী, দেশে একদিনে কোভিড আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৭০৩ জন। মৃত্যুহারও কমেছে অনেকটা। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট মোতাবেক সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭ জনে। সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৫১ হাজার ৮৬৪ জন।  দেশে মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেল ৪ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। 

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মোট সুস্থের সংখ্যা (Recovered) ২ কোটি ৯৭ হাজার ৫২ লক্ষ ২৯৪ জন। মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২ জন।

 

আরও পড়ুন: তৃতীয় ঢেউ রুখতে দৈনিক ৮৬ লক্ষ টিকাকরণের পরামর্শ বিশেষজ্ঞদের,বাস্তব ছবিটা কী জানেন?

এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ৩৫ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৬১২ জন।  

.