তৃতীয় ঢেউ রুখতে দৈনিক ৮৬ লক্ষ টিকাকরণের পরামর্শ বিশেষজ্ঞদের,বাস্তব ছবিটা কী জানেন?

ডিসেম্বরের মধ্যে দেশের ৬০ শতাংশ মানুষকে করোনা টিকার দুটো ডোজ দেওয়ার পরামর্শ।

Updated By: Jul 6, 2021, 08:03 AM IST
 তৃতীয় ঢেউ রুখতে দৈনিক ৮৬ লক্ষ টিকাকরণের পরামর্শ বিশেষজ্ঞদের,বাস্তব ছবিটা কী জানেন?

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত সামলে ঘিরে দাঁড়াচ্ছে দেশ। এখন অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। নিম্নগামী করোনা গ্রাফ। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সেজন্য একাধিক সতর্কতাও অবলম্বন করতে বলছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে অন্যতম টিকা নেওয়া এবং টিকাকরণের হার বৃদ্ধি। অর্থাৎ তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী অস্ত্র এই টিকা।

বিশেষজ্ঞদের একাংশের মতে, তৃতীয় ঢেউ রুখতে হলে ডিসেম্বরের মধ্যে ১৩০ কোটি দেশবাসীর ৬০ শতাংশকে করোনা টিকার দুটো ডোজ দিতেই হবে। আর এই লক্ষমাত্র পূরণ করতে হলে, দৈনিক প্রায় ৮৬ লক্ষ মানুষকে টিকা দিতে হবে। এ তো গেল বিশেষজ্ঞদের পরামর্শ। এবার দেখা যাক বাস্তব ছবিটা।

আরও পড়ুন: অগাস্টেই কোভিডের তৃতীয় ধাক্কা, সেপ্টেম্বরে চরমে সংক্রমণ, প্রকাশিত SBI Research রিপোর্ট

আরও পড়ুন: কোভিডমুক্ত হওয়ার পর ঘটছে হাড়ের মৃত্যু, দেশে আক্রান্ত ৩, উদ্ধিগ্ন চিকিৎসকরা

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, গত সপ্তাহ ধরে ভারতে দৈনিক ৪০ লক্ষ মানুষকে করোনা টিকা দেওয়া হচ্ছে। যা বিশেষজ্ঞদের দেওয়া পরিসংখ্যানের তুলনায় প্রায় ৪৬ লক্ষ কম। পরিসংখ্যান বলছে, সোমবার সন্ধে ৭টা পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ৪১.৩৪ লক্ষ মানুষ। রবিবার সেই সংখ্যাটা ছিল প্রায় ১৫ লক্ষ। বর্তমানে ভারতে মিলছে চারটি টিকা- Covishield, Covaxin, Russia's Sputnik V, ও Moderna। 

.