Coronavirus: দেশে নিম্নমুখী কোভিড-গ্রাফ, কমল করোনার দৈনিক মৃত্যু-সংক্রমণ
আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে সংক্রমণ। সেই সঙ্গে কমেছে মৃত্যুও।
নিজস্ব প্রতিবেদন: ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে সংক্রমণ। সেই সঙ্গে কমেছে মৃত্যুও। গত কয়েকদিনে করোনা কোপে প্রাণ হারানোর সংখ্যা অনেক বেশি ছিল। সেই সংখ্যা কমায় অনেকটসি স্বস্তিতে দেশ। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। গতকালের তুলনায় যা অনেকটাই কম।
বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ২৫ হাজার ০১১। রবিবারে নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে করোনা পজিটিভিটি রেট ৭.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৬৫ জন। এই সংখ্যা গতকালের থেকে অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত কোভিড কোপে ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জন।
আরও পড়ুন, করোনার তৃতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত কমবয়সীরা, তবে কি দুর্বল হচ্ছে রোগপ্রতিরোধ ব্যবস্থা?
গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২ লক্ষ ১৩ হাজার ২৪৬ জন। সুস্থতার হার ৯৫.৯১ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৯.৪৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৪ লক্ষ ৪৮ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
অন্যদিকে, পাঁচ বছর ও তার কমবয়সী শিশুদের ভ্যাকসিনের জন্য অনুমোদন চাইতে চলেছে ভ্যাকসিন নির্মাতা সংস্থা Pfizer ও তার সহযোগী সংস্থা BioNTech। অর্থাত্ একেবারে ছোটরা যাদের করোনা উপসর্গ থাকলেও অভিভাবকদের চোখ এড়িয়ে যায় তাদের জন্য এবার শীঘ্রই বাজারে চলে আসতে পারে করোনা টিকা। ফাইজার ও বায়েএনটেকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এফডিএ তাদের ৫ বছরের কম বয়সীদের টিকার জন্য আবেদন জমা দেওয়ার কথা বলেছিল। যদি এফডিএ-র অনুমোদন মেলে তাহলে ৬ মাস থেকে ৪ বছরের শিশুদের জন্য এটাই হবে প্রথম ভ্যাকসিন। ফাইজারের তরফে দাবি করা হচ্ছে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। সেকথা মাথায় রেখেই দ্রুত এই ভ্য়াকসিন বাজারে আনতে চায় তারা।