একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় ৩ লাখ ৬৬ হাজার
একধাক্কায় অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। ৪ লাখ থেকে নেমে পৌঁছে গেল ৩ লাখ ৬৬ হাজারে। এতটা নিম্নমুখী গ্রাফ নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। মৃতের সংখ্যাও ৪ হাজারের নিচে।
নিজস্ব প্রতিবেদন:একধাক্কায় অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। ৪ লাখ থেকে নেমে পৌঁছে গেল ৩ লাখ ৬৬ হাজারে। এতটা নিম্নমুখী গ্রাফ! তবে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। মৃতের সংখ্যাও ৪ হাজারের নিচে।
আগামীদিনেও যদি কমতে থাকে, তাহলে খানিক আশার আলো দেখা যাবে। কারণ, বহু ক্ষেত্রে বা বিগত বছরেও দেখা গিয়েছে, যখনই করোনা আক্রান্তের সংখ্যা কমেছে তারপরই এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। তবে বিভিন্ন রাজ্যে লকডাউন, কড়া স্বাস্থ্যবিধি পালন, নয়া গাইডলাইন জারি করার ফলেও এমনটা ঘটতে পারে। পাশাপাশি ভ্যাকসিনও নিয়ে ফেলেছেন প্রায় ১৭ কোটিরও বেশি ভারতবাসী।
India reports 3,66,161 new #COVID19 cases, 3,53,818 discharges and 3,754 deaths in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 2,26,62,575
Total discharges: 1,86,71,222
Death toll: 2,46,116
Active cases: 37,45,237Total vaccination: 17,01,76,603 pic.twitter.com/sjXdpYbVlE
— ANI (@ANI) May 10, 2021
স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৮১৮ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের।
নতুন করে সংক্রমণ ঘটায়, মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫। করোনা মুক্ত হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ২২২। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬-তে। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭ লাখ ৪৫ হাজার ২৩৭ জন।
COVID19 | Odisha reported 10,031 new cases on 9th May taking the state's active case tally to 94,760
— ANI (@ANI) May 10, 2021
প্রসঙ্গত, এরই মাঝে মোট ভ্যাকসিন পেয়েছেন ১৭ কোটি ১ লাখ ৭৬ হাজার ৬০৩ জন।