Covid New Variant: চোখ রাঙাচ্ছে Omicron BF.7, করোনার নেজাল ভ্যাকসিনকে অনুমোদন দিয়ে দিল কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, পজিটিভ কেসের ক্ষেত্রে জেনোম সিকোয়েন্স করতে হবে। টেস্টের সংখ্যা বাড়াতে হবে। কনট্যাক্ট ট্রেসিং করতে হবে। আইএমএর তরফে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে

Updated By: Dec 22, 2022, 08:10 PM IST
Covid New Variant: চোখ রাঙাচ্ছে Omicron BF.7, করোনার নেজাল ভ্যাকসিনকে অনুমোদন দিয়ে দিল কেন্দ্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: চিন-সহ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানে ফের দাপাতে শুরু করেছে করোনা। এখনওপর্যন্ত রোজ ভারতে করোনা আক্রান্ত হচ্ছেন ১৪৫ জন। অন্যদিকে গোটা দুনিয়ায় রোজ আক্রান্ত হচ্ছেন সাড়ে পাঁচ লাখেরও মতো মানুষ। এতেই সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। করোনা নিয়েন্ত্রণে ইতিমধ্যেই বেশকিছু পরামর্শ দিয়েছে কেন্দ্র। তবে ভালো খবর হল এই আতঙ্কের মধ্যেই একটি নেজাল ভ্য়াকসিনকে সবুজ সংকেত দিল কেন্দ্র।

আরও পড়ুন-চিনে হু হু করে বাড়ছে করোনা; বিপদের আশঙ্কায় কেন্দ্র, ফের বন্ধ হতে চলেছে স্কুল-কলেজ?

বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় জানিয়েছেন, একটি বিশেষজ্ঞ কমিটি ওই নেজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে। এর পাশাপাশি করোনার ফের একটি ঢেউ নিয়ন্ত্রণে কেন্দ্র কতটা প্রস্তুত তার বিস্তারিত জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সাধারণ মানুষদের মধ্য়ে করোনা সম্পর্কিত তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, বিদেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রকে কোভিড মোকাবিলায় তৈরি থাকতে বলল ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশন। পাশাপাশি সাধারণ মানুষকে কোভিড প্রোটকল মেনে চলতে বলা হয়েছে। আইএমএ-র তরফে বলা হয়েছে ২০২১ সালের কথা মাথায় রেখে ওষুধ, অক্সিজেন, হাসপাতাল তৈরি রাখতে হবে। এখই পরিস্থিতি ততটা মারাত্মক নয়। তাই আতঙ্কে না ভুগে প্রতিরোধ ব্যবস্থার উপরে জোর দিতে হবে।

কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, পজিটিভ কেসের ক্ষেত্রে জেনোম সিকোয়েন্স করতে হবে। টেস্টের সংখ্যা বাড়াতে হবে। কনট্যাক্ট ট্রেসিং করতে হবে। আইএমএর তরফে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে, ২০২১ সালের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সব সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রককে এখনই উদ্যোগ নিয়ে আপাতকালীন ওষুধ, অক্সিজেন, মাস্ক, স্যানিটাইজার, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে রাখতে হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.