করোনার ডেল্টা প্রজাতির বিরুদ্ধে ৯০% কার্যকরি টিকা, বলছে Pfizer-এর গবেষণা
করোনার দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণ এই ডেল্টা প্রজাতি।
নিজস্ব প্রতিবেদন: করোনা টিকা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। টিকা নিয়ে রটছে বহু গুজবও। তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাই একমাত্র ওষুধ। করোনা ভয়ঙ্কর ডেল্টা প্রজাতির বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর টিকা (Vaccine)। বৃহস্পতিবার এমনই দাবি করল মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার (Pfizer)।
সংস্থার মেডিক্যাল ডিরেক্টর অ্যালন ব়্যাপ্পাপোর্ট দাবি করেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, করোনার ডেল্টা প্রজাতির বিরুদ্ধে টিকা ৯০ শতাংশ ক্ষেত্রেই কার্যকরি ভূমিকা পালন করছে। ল্যাব পরীক্ষা এবং সরেজমিনে পরীক্ষা করেই এই তথ্য পেয়েছেন গবেষকরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণ এই ডেল্টা প্রজাতি। পরে মিউটেশন করে যা আরও শক্তিশালী ডেল্টা প্লাস প্রজাতিতে রূপান্তরিত হয়েছে। ভারত, আমেরিকা, ব্রিটেন ছাড়াও বিশ্বের বহু দেশে এই ডেল্টা প্লাস প্রজাতির হদিশ মিলেছে।
ভারতে এখনও বাজারজাত হয়নি ফাইজারের করোনা টিকা। তবে খুব শীঘ্রই স্বাক্ষরিত হবে চুক্তি। ল্যানসেটের একটি সাম্প্রতিক সমীক্ষা বলছে, ফাইজার বা অ্য়াস্ট্রাজেনেকার টিকার একটি ডোজ ৬৫ বছরের ঊর্ধ্বদের ৬০ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম।
আরও পড়ুন: Amikacin-এর ক্রমাগত ব্যবহারে নষ্ট হতে পারে শ্রবণ শক্তি, বলছেন চিকিৎসকরা
আরও পড়ুন: ডেল্টাই ‘যোগ্যতম রূপ’, SARS-CoV-2 ভাইরাসের আর ভোল বদলের সম্ভাবনা ক্ষীণ, বলছে Nature