Third Wave: একদিনেই ৪-৫ লক্ষ ছোঁবে Corona আক্রান্ত! কেন্দ্রকে সতর্ক করল Niti Aayog

কমপক্ষে ২ লক্ষ ICU বেডের ব্যবস্থা রাখতে সুপারিশ

Updated By: Aug 23, 2021, 02:34 PM IST
Third Wave: একদিনেই ৪-৫ লক্ষ ছোঁবে Corona আক্রান্ত! কেন্দ্রকে সতর্ক করল Niti Aayog

নিজস্ব প্রতিবেদন: করোনার তৃতীয় ঢেউ (Third Wave) যে অক্টোবরেই চরম আকার নেবে তা নিয়ে আজই প্রধানমন্ত্রীর দফতরে (PMO) রিপোর্ট জমা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) অধীনস্ত কমিটি। আর এবার তৃতীয় ঢেউ নিয়ে কেন্দ্রকে সতর্কবার্তা শোনাল নীতি আয়োগ (Niti Aayog)। সংস্থার সদস্য ভি কে পাল (v K Paul) জানিয়েছেন, থার্ড ওয়েভে কমপক্ষে ২৩ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি  হবেন। অন্ততপক্ষে কেন্দ্রকে ২ লক্ষ ICU বেডের ব্যবস্থা রাখতে সুপারিশ করেছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল-মে মাসে শীর্ষে পৌঁছয় করোনার দ্বিতীয় ঢেউ। একদিনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষও ছাড়িয়ে গিয়েছিল। কোভিড নিয়ে কেন্দ্রের টাস্ক ফোর্সের প্রধান ভি কে পালের মতে, করোনার তৃতীয় ওয়েভে সেপ্টেম্বর মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ছুঁতে পারে ৪ থেকে ৫ লক্ষ। 

আরও পড়ুন: NDMI report: অক্টোবরেই শীর্ষে করোনার তৃতীয় ঢেউ, সঙ্কটে শিশুরা, আশঙ্কা রিপোর্টে
আরও পড়ুন: Corona update: রেকর্ড হারে দেশে কমল সংক্রমণ, মৃত্যু কমায় স্বস্তি

নীতি আয়োগ জানিয়েছে, দ্বিতীয় ওয়েভে হাসপাতালগুলির দূর্বিষহ অবস্থার কথা বিবেচনা করেই তৃতীয় ওয়েভের আগে ২ লক্ষ আইসিইউ বেডের সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় ঢেউয়ের চরম অবস্থায় করোনায় আক্রান্ত ২১.৭৪ শতাংশ মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়েছিল। যাদের মধ্যে ২.২ শতাংশেরই প্রয়োজন ছিল আইসিইউ বেড। আর এবার সেই কথা মাথায় রেখেই আগামী এক মাসের মধ্যে নীতি আয়োগের তরফে কেন্দ্রকে ২ লক্ষ আইসিইউ বেড, ১.২ লক্ষ ভেন্টিলেটর যুক্ত আইসিইউ বেড, ৭ লক্ষ সাধারণ বেড (৫ লক্ষ অক্সিজেন ব্যবস্থাযুক্ত) এবং ১০ লক্ষ কোভিড আইসোলেশন কেয়ার বেডের সুপারিশ করা হয়েছে।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.