Covid 19 Indian Update: ফের বাড়ছে সংক্রমণ; দেশে একদিনে আক্রান্ত ২০,৫৫৭, মৃত ৪৪

৪৪টি নতুন মৃত্যুর মধ্যে রয়েছে কেরলের ১২ জন, মহারাষ্ট্রের আটজন, পশ্চিমবঙ্গের পাঁচজন, দিল্লি, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মণিপুর ও ত্রিপুরার প্রত্যেক রাজ্য থেকে দুজন। অসম, চণ্ডীগড়, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মিজোরাম, ওড়িশা ও সিকিম থেকে একজন করে।

Updated By: Jul 28, 2022, 12:27 PM IST
Covid 19 Indian Update: ফের বাড়ছে সংক্রমণ; দেশে একদিনে আক্রান্ত ২০,৫৫৭, মৃত ৪৪

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য থেকে জানা গিয়েছে ভারতে একদিনে ২০,৫৫৭টি কোভিড -১৯ সংক্রমণের বৃদ্ধি হয়েছে। এর ফলে কোভিড -১৯ সংক্রমণের মোট সংখ্যা হয়েছে ৪,৩৯,৫৯,৩২১। সর্বশেষ তথ্য অনুযায়ী, সক্রিয় সংক্রমণ বেড়ে হয়েছে ১,৪৬,৩২৩। ৪৪ জনের মৃত্যু হয়েছে হতো ২৪ ঘণ্টায়। মোট মৃতের সংখ্যা হয়েছে ৫,২৬,২১২।

গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড-১৯ কেসলোডে ১,২৯৭ টি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশে একদিনে ১৯,২১৬ জন আরোগ্যলাভ করেছেন বলেও জানা গিয়েছে। এই রোগ থেকে আরোগ্যলাভ করা মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩২,৮৬,৭৮৭। মৃত্যুর হার হয়েছে ১.২০ শতাংশ।

সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.৩৩ শতাংশ বলেও জানানো হয়েছে। একই সঙ্গে দেশের জাতীয় আরোগ্যলাভের হার হয়েছে ৯৮.৪৭ শতাংশ।

মন্ত্রক আরও জানিয়েছে দৈনিক সংক্রমণের হার ৫.১৮ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার হয়েছে ৪.৭১ শতাংশ।

আরও পড়ুন: স্নানঘরে সাবধান! সামান্য ভুলে হতে পারে হার্ট অ্যাটাক...

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ টিকাদানের মাধ্যমে মোট কোভিড ডোজ দেওয়া হয়েছে ২০৩.২১ কোটির বেশি। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৪২,২০,৬২৫ টি ডোজ দেওয়া হয়েছে।

৪৪টি নতুন মৃত্যুর মধ্যে রয়েছে কেরলের ১২ জন, মহারাষ্ট্রের আটজন, পশ্চিমবঙ্গের পাঁচজন, দিল্লি, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মণিপুর ও ত্রিপুরার প্রত্যেক রাজ্য থেকে দুজন। অসম, চণ্ডীগড়, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মিজোরাম, ওড়িশা ও সিকিম থেকে একজন করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.