বেসরকারি হাসপাতাল ও Vaccine কেন্দ্রগুলি কীভাবে দিতে পারবে টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

CoWIN পোর্টালের মাধ্যমেই নথিভূক্তদের ভ্যাকসিন দিতে হবে

Updated By: Apr 27, 2021, 02:11 PM IST
বেসরকারি হাসপাতাল ও Vaccine কেন্দ্রগুলি কীভাবে দিতে পারবে টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যজুড়ে করোনা ভ্যাকসিনের আকাল। কেউ দ্বিতীয় ডোজের জন্য ভোর তিনটে থেকে লাইন দিয়েছেন কেউবা প্রথম ডোজের জন্য এই গরমে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের বিভিন্ন হাসপাতালে। বেসরকারি হাসপাতলেও ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন অনেকে। সেইসব বেসরকারি হাসপাতাল ও ভ্যাকসিন সেন্টারের জন্য কিছু নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-ভোট গণনার দিন ও পরবর্তিতে কোনও বিজয় মিছিল নয়, কড়া নির্দেশিকা কমিশনের  

১.
CoWIN পোর্টালে কোভিড ভ্যাকসিনেশন সেন্টার হিসেবে নিজেদের নাম লেখাতে হবে। ভ্যাকসিন(Covid Vaccine) যেখান থেকেই আসুক টিকা প্রাপকদের নাম নথিভূক্ত করতে হবে।

সরকারের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের(CVC) পরিকাঠামো থাকতে হবে।

২. 
জেলা ও রাজ্য সরকারের পক্ষ থেকে ওইসব কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের অনুমোদন দেওয়া হবে।

বর্তমানে বেসরকারি ভাবে সেসব CVC চলছে তাদের নতুন করে নাম নথিভুক্ত করতে হবে না।

আরও পড়ুন-Covid-র ভয়ঙ্কর সংক্রমণ ঠেকাতে ফের কি দেশজুড়ে Lockdown? কী বলছেন বিশেষজ্ঞরা

৩.
কত ভ্যাকসিন তারা পেয়েছেন ও কী দাম নিচ্ছেন তা ঘোষণা করতে হবে। 

বর্তমানে রাজ্যে যে ভ্যাকসিন আসছে তা ৩০ এপ্রিলের পর পাবে না  বেসরকারি CVC গুলি।

বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিন দিতে চাইলে তা ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিগুলির কাছ থেকে সরাসরি কিনতে হবে।

CoWIN পোর্টালের মাধ্যমেই নথিভূক্তদের ভ্যাকসিন দিতে হবে।

.