তৃতীয় ঢেউয়ের চিন্তার মাঝে বাড়ল সংক্রমণ! করোনা আক্রান্ত বৃদ্ধি ৭.৪ শতাংশ

শনিবার দৈনিক সংক্রমণ রেকর্ড হারে কমলেও গত ২৪ ঘন্টায় চোখের নিমেষে বাড়ল করোনা সংক্রমণ। 

Updated By: Jul 18, 2021, 10:35 AM IST
তৃতীয় ঢেউয়ের চিন্তার মাঝে বাড়ল সংক্রমণ! করোনা আক্রান্ত বৃদ্ধি ৭.৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদন: জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অগাস্টের মধ্যেই দেশে ফের করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷ শনিবার দৈনিক সংক্রমণ রেকর্ড হারে কমলেও গত ২৪ ঘন্টায় চোখের নিমেষে বাড়ল করোনা সংক্রমণ। 

তবে কিছুটা কমেছে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে ৪০ হাজারেরভগন্ডি পেরোল কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭, যা শনিবারের তুলনায় ৭.৪ শতাংশ বেশি।

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.১৩ শতাংশ। রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৬৫। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জনের। 

আরও পড়ুন, করোনা ঢেউ এড়াতে নয়া সমাধান! 'Super Antibody' দিয়েই রোখা যাবে অতিমারি

দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ৬৬০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৪ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৭৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। 

দেশের নানা রাজ্যে বাড়ছে কোভিড প্রকোপ। আগামী ১০০-১২৫ দিন অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত দেশে ৪০ কোটি ৪৯ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৯ লক্ষ ৩৬ হাজার ৭০৯টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে।

.