Covid Update: সংক্রমণ কিছুটা বাড়ল দেশে, কমল দৈনিক মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন।
নিজস্ব প্রতিবেদন: শনিবারের থেকে রবিবার কিছুটা কমল দৈনিক সংক্রমণ। ৪০ হাজারের নীচেই রয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। অনেকটাই বেশি সুস্থতার সংখ্যা। অর্থাৎ দু'দিন দেশের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা নিম্নমুখী রয়েছে। যা কিছুটা স্বস্তির।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জন।দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫ জন।
আরও পড়ুন, Covid-19: রাজ্যে সামান্য বাড়ল কোভিড সংক্রমণ, নদিয়ায় ৫ জনের মৃত্যু
দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন। এখনও পর্যন্ত দেশে করোনা অতিমারীকে জয় করে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন।
এদিকে এখনও দৈনিক আক্রান্তের নিরিখে দেশে এখনও শীর্ষে রয়েছে কেরল। কেরলে এক দিনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৬৭ জন। কেরলে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ১৬৬।
অন্যদিকে, বাংলায় ফের উর্ধ্বমুখী করোনার সংক্রমণ এবং মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন। দৈনিক সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগণা। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুতে রাজ্যে শীর্ষে নদিয়া। নদিয়ায় একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।