Coronavirus: লাগামছাড়া করোনা সংক্রমণ, দেশে এক লাফে ২৭ হাজার পেরোল আক্রান্ত
দিল্লি, মুম্বই, কলকাতার মতো শহরে কার্যত লাগামছাড়া সংক্রমণ।
নিজস্ব প্রতিবেদন: দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সপ্তাহের শুরুতে যেখানে সংক্রমণের সংখ্যা ছিল সাত হাজারের গণ্ডিতে। রবিবার তা পেরিয়ে গেল ২৭ হাজারের কোঠা। অর্থাৎ ৭ দিনে প্রায় ২০ হাজার বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা। দিল্লি, মুম্বই, কলকাতার মতো শহরে কার্যত লাগামছাড়া সংক্রমণ।
কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে দেশে অনেকটা বেড়ে গিয়েছে করোনার সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ২২ হাজার ৮০১ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৫৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ২২৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৮ হাজার ২০ জন।
আরও পড়ুন, Omicron এড়াতে বাড়িতে হাতের কাছেই রাখুন এই জিনিসগুলি
এদিকে ৩ জানুয়ারি থেকেই ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হবে দেশে। কো-উইনে রেজিস্ট্রেশনও শুরু হয়েছে। এদিকে এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৪৫ কোটি ৪৪ লক্ষ ১৩ হাজার ৫ জন।
প্রসঙ্গত, করোনার প্রভাবে শহরে ফের বিধিনিষেধ অরোপ করার, পরীক্ষার হার বাড়ানো, কন্টেনমেন্ট জোন তৈরি, বাফার জোন তৈরির পরামর্শ চিঠিতে দিয়েছেন রাজেশ ভূষণ। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, হরিয়ানা, তামিননাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং ঝাড়খণ্ডকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র।
এদিকে, করোনা চিকিত্সায় জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য আরও ২টি ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোরবিভ্যাক্স ও কোভোভ্যাক্স ভ্যাকসিনকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে অ্যান্টি ভাইরাল ওষুধ মোলনুপিরাভিরকেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।