Covid Update: করোনায় দৈনিক সংক্রমণ ২ হাজারের ওপরেই, চতুর্থ ঢেউ নিয়ে চিন্তা বাড়ছে দেশে

দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫২ হাজার ৪২৫। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার ২৪১।  

Updated By: Apr 22, 2022, 11:39 AM IST
Covid Update: করোনায় দৈনিক সংক্রমণ ২ হাজারের ওপরেই, চতুর্থ ঢেউ নিয়ে চিন্তা বাড়ছে দেশে
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: দেশে নতুন করে চিন্তা বাড়িয়ে তুলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা রইল ২ হাজারের ওপরেই৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এক দিনে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫১ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫২ হাজার ৪২৫। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার ২৪১।
 
যদিও মৃত্যু হারে রাশ টানা গিয়েছে এখনও। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা কোপে প্রাণ হারিয়েছে ৫৪ জন। এখনও পর্যন্ত অতিমারি সৃষ্টিকারী ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১১৬ জনের। পরিসংখ্যান অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ০.০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার দেশে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৩৮০ জন। সেই তুলনায় গত এক দিনে বেশ কিছুটা বেড়েছে সংক্রমণ।

মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে টিকাকরণে ভরসা রাখছে সরকার৷ ইতিমধ্যেই দেশের ১৮৭ কোটি ২৬ লক্ষ ২৬ হাজার ৫১৫ জনকে টিকা দেওয়া হয়েছে। এদিকে, করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। দিল্লির আপ সরকার ইতিমধ্যেই রাজধানীতে মাস্ক বাধ্যতামূলক করে দিয়েছে। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। 

আরও পড়ুন, Coronavirus: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ভারতে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.