ছত্রাক সংক্রমণে দৃষ্টিশক্তিও হারাতে পারেন Coronavirus সংক্রমিত রোগীরা
সংবাদসংস্থা (ANI) একটি খবর অনুযায়ী, স্যার গঙ্গারাম হাসপাতালের চক্ষু বিভাগে গত ২ সপ্তাহে এমন ১০ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এদের অর্ধেকই তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন
নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণে ক্ষতি হতে পারে দৃষ্টিশক্তির। এমনকি দৃষ্টিশক্তি চলেও যেতে পারে। কোনও রোগীর সংক্রমণ খুব গুরুতর না হলেও তার চোখে দেখা দিতে পারে ছত্রাক সংক্রমণ। এমনটাই জানাল সরকার।
সম্প্রতি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের (Sir Gangaram Hospital) ১২ করোনা(Covid-19) রোগীর চোখে ছত্রাক সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। এর ফলে কারও দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, কারও চোয়ালের হাড়ের প্রবল ক্ষতিগ্রস্থ হয়।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রী কোচবিহারে আসার ঠিক আগে উদয়ন গুহ-র ফেসবুক পোস্ট ঘিরে বিভ্রান্তি
নীতি আয়োগের (NITI Ayog)সদস্য ডা ভি কে পল মঙ্গলবার জানান, 'করোনা খুই মারাত্মক এক রোগ। একে হালকাভাবে নেওয়া উচিত হবে না। আমাদের খুব সতর্ক থাকতে হবে। করোনার (Coronavirus) উপসর্গ কম থাকলেও তা ভয়ঙ্কর আকার নিতে পারে।'
সংবাদসংস্থা (ANI) একটি খবর অনুযায়ী, স্যার গঙ্গারাম হাসপাতালের চক্ষু বিভাগে গত ২ সপ্তাহে এমন ১০ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এদের অর্ধেকই তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। করোনা ছাড়াও অন্যান্য জটিলতার জন্য ৫ জনকে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট দিতে হয়েছে। ৫ জন প্রাণও হারিয়েছেন।
আরও পড়ুন-মিথ্যে নয় বিয়ে, সন্তানের জন্মের আগে প্রকাশ্যে আসবেন স্বামী, বললেন রাখি
দিল্লির গঙ্গারাম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা মণীশ মঞ্জুল সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ওই ধরনের ছত্রাকের সংক্রমণ ঘটে। সেকথা মাথায় রেখে করোনা রোগীকে স্টেরয়েড দেওয়া হয়। এতে দেহে সাইটোকাইনিনের মাত্রা কমে। এই সাইটোকাইনিন দেহে ছত্রাকের সংক্রমণ ঘটায়।'