Coronavirus: আবার বাড়ল করোনা, দেশে দৈনিক আক্রান্ত বেড়ে ৪৩,২৬৩

বুধবার বাড়ল করোনা

Updated By: Sep 9, 2021, 02:00 PM IST
Coronavirus: আবার বাড়ল করোনা, দেশে দৈনিক আক্রান্ত বেড়ে ৪৩,২৬৩

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবারও দাপট দেখাচ্ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ২৬৩। 

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১৷ কোভিড অ্যাকটিভ কেস মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪। বৃহস্পতিবারে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। আক্রান্তদের মধ্যে সিংহভাগই কেরলের বাসিন্দা। কেরলে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৯৬ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৮১ জনের।   

আরও পড়ুন: Covid19: চোখের ক্ষতি করছে করোনা! বাড়ছে অন্ধত্বের প্রকোপ? গবেষণায় AIIMS

এখনও পর্যন্ত দেশে করোনার কোপে প্রাণ গিয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের। করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮ জন। পাশাপাশি জোর কদমে চলেছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৮৬ লক্ষ ৫১ হাজার ৭০১টি টিকাকরণ হয়েছে৷ দেশে মোট টিকাকরণের হয়েছে ৭১ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৪২৮টি।  

এদিকে, পুজোর আগে চিন্তা বাড়ালো রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের প্রকাশিত তথ্য অনুসারে, একদিনে আক্রান্ত হয়েছে ৭৫১ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৫৩ হাজার ৯২৮। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ১২৮ জন। পাশাপাশি দৈনিক সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.