দেশে মোট Corona আক্রান্ত ২ কোটি পার, বাড়ল সক্রিয় রোগী ও মৃতের সংখ্যা
২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জন।
নিজস্ব প্রতিবেদন: ২ কোটি পার করল মোট করোনা আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক করোনা সংক্রমণ খানিক কম গতকালের তুলনায়। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫৭,২২৯ জন। যা গতকাল ছিল ৩ লাখ ৬৮ হাজার ১৪৭। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের হার অনেকটাই বেশি। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২০ হাজার ২৮৯ জন।
তবে বেড়েছে মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪৪৯ জনের। মোট করোনায় আক্রান্ত ২ কোটি ০২ লক্ষ ৮২ হাজার ৮৩৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। মৃত্যু সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩ । আর এই সংখ্যাটাই ভয় দেখাচ্ছে। মুখ থুবড়ে পড়েছে হাসপাতাল পরিকাঠামো।
আরও পড়ুন: মুম্বইতে কমল সংক্রমণ সংখ্যা, মৃতের সংখ্যায় রেকর্ড দিল্লি
India reports 3,57,229 new COVID19 cases, 3,20,289 discharges and 3,449 deaths in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 2,02,82,833
Total recoveries: 1,66,13,292
Death toll: 2,22,408
Active cases: 34,47,133Total vaccination: 15,89,32,921 pic.twitter.com/Zr1mimN4vH
— ANI (@ANI) May 4, 2021
২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জন।