উন্নয়নশীল দেশে শহুরে জীবনযাত্রা বাড়িয়ে দিচ্ছে ডায়াবেটিসের সম্ভাবনা

উন্নয়নশীল দেশগুলির শহুরে জীবনযাত্রা বাড়িয়ে তুলছে ডায়াবেটিসের সম্ভাবনা। সাম্প্রতিক গবেষণায় প্রকাশ, এই দেশগুলিতে গ্রামীণ অঞ্চল থেকে যারা শহরে এসে বাসা বাঁধছেন বাড়তে থাকা মানসিক চাপের সঙ্গে তাদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস।

Updated By: Dec 29, 2014, 07:36 PM IST
উন্নয়নশীল দেশে শহুরে জীবনযাত্রা বাড়িয়ে দিচ্ছে ডায়াবেটিসের সম্ভাবনা

ওয়েব ডেস্ক: উন্নয়নশীল দেশগুলির শহুরে জীবনযাত্রা বাড়িয়ে তুলছে ডায়াবেটিসের সম্ভাবনা। সাম্প্রতিক গবেষণায় প্রকাশ, এই দেশগুলিতে গ্রামীণ অঞ্চল থেকে যারা শহরে এসে বাসা বাঁধছেন বাড়তে থাকা মানসিক চাপের সঙ্গে তাদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস।

চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ। বিপাক ক্রিয়ার সমস্যা তৈরির সঙ্গে সঙ্গে কর্টিসল ইনসুলিন ক্ষরণে সমস্যা সৃষ্টি করছে। রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন।

শররের বাসিন্দাদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গেছে ২৮% মানুষ ডায়াবেটিস বা গ্লুকোজ বিপাক সংক্রান্ত সমস্যায় ভুগছেন। গ্রামে এই সংখ্যাটা অনেক কম। দেখা গেছে, শহরের বাসিন্দাদের মধ্যে কর্টিসল ক্ষরণের মাত্রাও অনেক বেশি।  

 

 

.