এক সন্তানের এক বাবা, দুই মা

তিনজন বাবা মায়ের এক সন্তান? হ্যাঁ, এমনটাই হতে চলেছে ব্রিটেনে। বিশ্বের প্রথম দেশ হিসাবে তিনজন বাবা মায়ের জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে সন্তান জন্মানোর অধিকারকে স্বীকৃতি দিতে চলেছে ব্রিটেন। এর ফলে বায়লজিক্যাল বাবা মা ছাড়াও একটি শিশুকে নিজের ডিএনএ দিতে পারবেন দাতা `মা`। এর সঙ্গেই জেনেটিক অসুখ সংক্রান্ত গবেষণার নতুন দিগন্ত খুলে গেল।

Updated By: Jun 28, 2013, 06:38 PM IST

তিনজন বাবা মায়ের এক সন্তান? হ্যাঁ, এমনটাই হতে চলেছে ব্রিটেনে। বিশ্বের প্রথম দেশ হিসাবে তিনজন বাবা মায়ের জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে সন্তান জন্মানোর অধিকারকে স্বীকৃতি দিতে চলেছে ব্রিটেন। এর ফলে বায়লজিক্যাল বাবা মা ছাড়াও একটি শিশুকে নিজের ডিএনএ দিতে পারবেন দাতা `মা`। এর সঙ্গেই জেনেটিক অসুখ সংক্রান্ত গবেষণার নতুন দিগন্ত খুলে গেল।
একটি জনস্বার্থ মামলায় ব্রিটেনে প্রথম এই বিষয়টি সরকারের নজরে আসে। এরপর সংসদে বহু বাদানুবাদের পর আজ বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্যামেরন সরকার।
অনুমান করা হচ্ছে বছরে ১০টি করে তিনজন বাবা মায়ের সন্তান জন্ম নেবে ব্রিটেনে।
এই আইন স্বীকৃত হলে প্রজন্ম থেকে প্রজন্মে পরিবর্তন হবে জার্ম লাইনেরও। তবে বিজ্ঞানীরা দাবি করেছেন খুব কম ডিএনএর-ই পরিবর্তন হবে।
নতুন এই টেকনিকে ত্রুটিপূর্ণ মাইটোকনড্রিয়াল ডিএনএ কে দাতা `মায়ের` স্বাভাবিক ডিএনএ দিয়ে প্রতিস্থাপন করা হবে।
এই রায় বিতর্কিত কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এর অপব্যবহারের সম্ভাবনা থেকেই যায়। কিন্তু এই আইনের সমর্থকরা দাবি করছেন যে এতে ক্ষুদ্র পরিমাণে ডিএনএরই পরিবর্তন হবে।

.