নবজাতক ছেলেদের মেরুদণ্ড অপেক্ষাকৃত শক্তিশালী হয়, দাবি গবেষকদের
ছেলেদের তুলনায় জন্ম থেকেই মেয়েদের শিরদাঁড়া অপেক্ষাকৃত দুর্বল হয়। নতুন গবেষণা অনুযায়ী ছোট ছোট যে ভার্টিব্রিগুলি একত্রিত হয়ে স্পাইনাল কলাম তৈরি করে সেগুলি নবজাতক ছেলেদের তুলনায় নবজাতক মেয়েদের অপেক্ষাকৃত কমজোরি হয়। আকারেও ছোট হয় মেয়েদের ভার্টিব্রি।
ওয়েব ডেস্ক: ছেলেদের তুলনায় জন্ম থেকেই মেয়েদের শিরদাঁড়া অপেক্ষাকৃত দুর্বল হয়। নতুন গবেষণা অনুযায়ী ছোট ছোট যে ভার্টিব্রিগুলি একত্রিত হয়ে স্পাইনাল কলাম তৈরি করে সেগুলি নবজাতক ছেলেদের তুলনায় নবজাতক মেয়েদের অপেক্ষাকৃত কমজোরি হয়। আকারেও ছোট হয় মেয়েদের ভার্টিব্রি।
মেরুদণ্ডের জোর নবজাতক ছেলেদের তুলনায় নবজাতক মেয়েদের ১০.৬% কম হয়।
''স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র মানুষদের মধ্যে লিঙ্গভেদে এই পার্থক্য দেখা যায়। লিঙ্গভেদে মানুষের মধ্যে যে কটা শারীরবৃত্তীয় পার্থক্য দেখা যায় এটি তারমধ্যে অন্যতম।'' জানিয়েছেন লস এঞ্জেলেসের সাব্যান রিসার্চ ইন্সটিটিউট অফ চিলড্রেনস হসপিটালের গবেষক ভিসেন্ট গিলনাজ।
পেডিট্রিকস নামের ওনলাইন জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রটি অনুযায়ী এই পার্থক্য অভিব্যক্তিমূলক। এই বিবর্তনের ফলেই কিন্তু গর্ভাবস্থায় মারাত্মক চাপ সহ্য করার ক্ষমতা রাখে মহিলাদের মেরুদণ্ড।
এই পার্থক্যের ফলে মেয়েরা অনেক বেশি স্লোলিয়সিস ও অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়।