শুধু টিকা নয়, করোনা-মোকাবিলায় এবার মিলবে খাওয়ার ওষুধও!
ওষুধটি করোনা রোগীদের দ্রুত সেরে উঠতে সাহায্য করবে, কমাবে অক্সিজেন-নির্ভরতাও।
নিজস্ব প্রতিবেদন: টিকাকরণ যেমন চলছে চলুক, কিন্তু যদি পাশাপাশি আপনি জানেন, এবার থেকে খাওয়ার ওষুধও মিলবে করোনা-মোকাবিলায়, হাতে চাঁদে পেয়ে যাওয়ার মতো অবস্থা হয় না? হ্য়াঁ, সেই দিনও আর দূরে নয়। এবার হাতে আসতে চলেছে খাওয়ার ওষুধও। করোনার এই দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। এই অবস্থায় করোনারোগীদের (coronavirus patients) জন্য ওষুধ (drug) প্রস্তুতের সবুজ সংকেত মিলল ভারতের তরফে। ওষুধ তৈরি করছে Defence Research and Development Organisation। জানা গিয়েছে, ওষুধটি প্যাকেটে মিলবে, যাকে শ্যাসে বলে। এটি জলে গুলে খেতে হবে। Hyderabad শহরের Dr Reddy's Laboratories এই ওষুধ প্রস্তুত করছে। এর নাম হতে চলেছে-- 2-deoxy-D-glucose (2-DG)।
আরও পড়ুন: জেলায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে Safe Home
The Drugs Controller General of India (DCGI) জানিয়েছে, একটি প্রয়োজনীয় ওষুধের clinical trial-এর পরে দেখা যায়, উক্ত ওষুধটিতে এমন গুণাগুণ রয়েছে, যা করোনা রোগীদের দ্রুত সেরে উঠতে সাহায্য করবে এবং তাঁদের অক্সিজেন নির্ভরতা কমাবে। শুধু তাই নয়, এই ওষুধ খাওয়ানোর পরে কোভিড রোগীদের পরীক্ষা করে দেখা গিয়েছে, অধিকাংশ রোগীর RT-PCR test Covid negative এসেছে। মে মাস থেকে অক্টোবরের মধ্যে দেশের ১১টি হাসপাতালে এই ওষুধের ট্রায়াল করা হয় এবং সন্তোষজনক ফল মেলে।
এই ওষুধ বাজারে মিললে তা করোনা চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে গণ্য হবে। এই মুহূর্তে ভারতে কোভিডরোগীর সংখ্যা চারহাজারের উপরে, অনেক রাজ্যেই লকডাউন। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি ওষুধ মেলে ততই ভাল।
আরও পড়ুন: নমুনা পরীক্ষা বৃদ্ধি করতে মমতাকে চিঠি হর্ষ বর্ধনের