Coronavirus: একদিনে করোনামুক্ত আন্দামান-নিকোবর? পরিসংখ্যানে স্বস্তিতে দ্বীপপুঞ্জ

বরং বাড়ছে সুস্থতার হার। 

Updated By: Nov 11, 2021, 03:15 PM IST
Coronavirus: একদিনে করোনামুক্ত আন্দামান-নিকোবর? পরিসংখ্যানে স্বস্তিতে দ্বীপপুঞ্জ
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: দেশে বৃহস্পতিবারের করোনা পরিসংখ্যান ফের নতুন করে উদ্বেগ বৃদ্ধি করেছে। দৈনিক মৃত্যু গ্রাফও সমান্তরালে। সেই আবহে আন্দামান-নিকোবরে অনেকটাই স্বস্তি৷ গত ২৪ ঘণ্টায় একটিও করোনা কেস ধরা পড়েনি সে দ্বীপপুঞ্জে। বরং করোনাকে হারিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে দ্বীপবাসীরা। বৃহস্পতিবারের স্বাস্থ্য পরিসংখ্যান জানাচ্ছে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৬৬৫৷ নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি সেখানে৷ বরং বাড়ছে সুস্থতার হার। 

স্বাস্থ্য বুলেটিন থেকে এও জানা যাচ্ছে যে, অতিমারি সৃষ্টিকারী ভাইরাস নতু৷ করে কারও প্রাণ কাড়তে পারেনি। করোনার সময়কালে মোট মৃত্যু হয়েছিল ১২৯ জনের। এরপর আর নতুন করে মৃত্যু কোপে পড়তে হয়নি দ্বীপবাসীকে। আন্দামান-নিকোবরে এখন ৯ জন করোনা সক্রিয় রোগী রয়েছেন। করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সেরে উঠেছেন ৭৫২৭ জন। 

তবে করোনা পরীক্ষায় কোনও ঢিলেমি দেয়নি আন্দামান-নিকোবর প্রশাসন। এখনও পর্যন্ত ৬.১১ লক্ষ করোনা পরীক্ষা হয়েছে। দ্বীপপুঞ্জে অবস্থিত ২.৯৪ লক্ষের মধ্যে ২.১৮ লক্ষের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ধীরে ধীরে আবার স্বাভাবিকে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে আন্দামান-নিকোবরে। আন্ত:দ্বীপ নৌকা ও বাস চলাচল শুরু করেছে৷ দ্বীপপুঞ্জের বাসিন্দা ও পর্যটকরা সমস্যায় পড়েছিলেন। 

যদিও কড়া কোভিড বিধি রাখা হয়েছে। সব দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এখনও। যে সকল পর্যটকেরা আন্দামান নিকোবরে আসবেন তাদের কোভিডের দুটি টিকা নিয়ে আসতে হবে৷ তবে পর্যটন শিল্প যাতে সচল থাকে করোনা নিষেধাজ্ঞার মধ্যে সেদিকেই নজর রাখা হচ্ছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.