Coronavirus: একদিনে করোনামুক্ত আন্দামান-নিকোবর? পরিসংখ্যানে স্বস্তিতে দ্বীপপুঞ্জ
বরং বাড়ছে সুস্থতার হার।
নিজস্ব প্রতিবেদন: দেশে বৃহস্পতিবারের করোনা পরিসংখ্যান ফের নতুন করে উদ্বেগ বৃদ্ধি করেছে। দৈনিক মৃত্যু গ্রাফও সমান্তরালে। সেই আবহে আন্দামান-নিকোবরে অনেকটাই স্বস্তি৷ গত ২৪ ঘণ্টায় একটিও করোনা কেস ধরা পড়েনি সে দ্বীপপুঞ্জে। বরং করোনাকে হারিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে দ্বীপবাসীরা। বৃহস্পতিবারের স্বাস্থ্য পরিসংখ্যান জানাচ্ছে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৬৬৫৷ নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি সেখানে৷ বরং বাড়ছে সুস্থতার হার।
স্বাস্থ্য বুলেটিন থেকে এও জানা যাচ্ছে যে, অতিমারি সৃষ্টিকারী ভাইরাস নতু৷ করে কারও প্রাণ কাড়তে পারেনি। করোনার সময়কালে মোট মৃত্যু হয়েছিল ১২৯ জনের। এরপর আর নতুন করে মৃত্যু কোপে পড়তে হয়নি দ্বীপবাসীকে। আন্দামান-নিকোবরে এখন ৯ জন করোনা সক্রিয় রোগী রয়েছেন। করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সেরে উঠেছেন ৭৫২৭ জন।
তবে করোনা পরীক্ষায় কোনও ঢিলেমি দেয়নি আন্দামান-নিকোবর প্রশাসন। এখনও পর্যন্ত ৬.১১ লক্ষ করোনা পরীক্ষা হয়েছে। দ্বীপপুঞ্জে অবস্থিত ২.৯৪ লক্ষের মধ্যে ২.১৮ লক্ষের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ধীরে ধীরে আবার স্বাভাবিকে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে আন্দামান-নিকোবরে। আন্ত:দ্বীপ নৌকা ও বাস চলাচল শুরু করেছে৷ দ্বীপপুঞ্জের বাসিন্দা ও পর্যটকরা সমস্যায় পড়েছিলেন।
যদিও কড়া কোভিড বিধি রাখা হয়েছে। সব দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এখনও। যে সকল পর্যটকেরা আন্দামান নিকোবরে আসবেন তাদের কোভিডের দুটি টিকা নিয়ে আসতে হবে৷ তবে পর্যটন শিল্প যাতে সচল থাকে করোনা নিষেধাজ্ঞার মধ্যে সেদিকেই নজর রাখা হচ্ছে।