Coronavirus: দেশে ফের বাড়ল সংক্রমণ, দৈনিক মৃত্যুহার নিয়ে উদ্বেগ অব্যাহত
বুধবারের থেকে আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেকটাই।
নিজস্ব প্রতিবেদন: উৎসব আবহ যেমন বজায় রয়েছে, তেমন বজায় রয়েছে করোনা সংক্রমণও। মৃত্যুমিছিলও অব্যাহত। করোনাভাইরাস প্রাণ কাড়ার সংখ্যা অনেকটাই। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯১। বুধবারের থেকে আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেকটাই।
মঙ্গলবার অনেকটা কমেছিল দৈনিক সংক্রমণ। প্রায় ১০ হাজারের কোঠায় নেমেছিল কোভিড হানা। কিন্তু ছটপুজো পরবর্তী সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বেড়েছে অনেকটাই। তবে পাশাপাশি সুস্থও হয়ে উঠছে দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৮ লক্ষ ৯২৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। মার্চের পর এই সংখ্যা সর্বোচ্চ।
আরও পড়ুন, Covid 19: এক পিলেই কুপোকাত্ করোনা! শীঘ্রই ছাড়পত্র পাচ্ছে 'মেড ইন ইন্ডিয়া' মেডিসিন
এদিকে, এই প্রেক্ষাপটে ফের টিকাকরণ বৃদ্ধির দিকে নজর দিয়েছে কেন্দ্র৷ টিকাকরণের গতি উৎসবের মরসুমে অনেকটাই কমে গিয়েছিল। তা আবার স্বাভাবিক করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৫৭ লক্ষের বেশি মানুষ। এখনও পর্যন্ত ভারতে মোট টিকা ডোজ দেওয়া হয়েছে ১১০ কোটি ২৩ লক্ষ ৩৪ হাজার ২২৫।
এদিকে বাংলায় ফের বাড়বাড়ন্ত করোনার। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৫৩। মঙ্গলবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৭৮৮। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৬০৩। অর্থাৎ ক্রমশ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। যা চিন্তা বৃদ্ধি করছে প্রশাসনের। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৭৩২।