গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা-আক্রান্ত আরও প্রায় ৩৭ হাজার! মৃত ৫১২
দেশে মোট কোভিড-আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৬ লাখ!
নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ৩৬, ৬৫২ জন। এই নিয়ে দেশে মোট কোভিড-আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৬ লাখ!
পশ্চিমবঙ্গে নতুন সংক্রমণ ৩,২০৬টি।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেলেন আরও ৫১২ জন। এখনও পর্যন্ত মোট মৃত্যু ১.৩ লাখ।
এই মুহূর্তে ভারতে করোনাভাইরাস কেস ৯৬ লক্ষ ৮ হাজার ২১১ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৪ লক্ষ ৯ হাজার ৬৮৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন মোট ৯০ লক্ষ ৫৮ হাজার ৮২২ জন। এখনও পর্যন্ত করোনা থেকে মারা গিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭০০ জন।
যদিও আগে প্রতিদিন যে হারে মৃত্যু হচ্ছিল সেটা অনেকটা কমেছে। এবং ভারতের সর্বত্র নতুন করে সংক্রমণের ঢেউ ওঠেনি। তবে পরিস্থিতি এখনও বিপদসীমার বাইরে যায়নি বলেই মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। তবে আশার আলোও আছে। কেননা, প্রধানমন্ত্রী গতকালই জানিয়েছেন, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এসে যাচ্ছে ভ্যাকসিন।
আরও পড়ুন: ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক কৃষক নেতাদের